ঢাকা, শনিবার   ৩০ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১৫ ১৪৩১

বুলবুলের সুরারোপিত চলচ্চিত্রগুলো

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৩০ এএম, ২২ জানুয়ারি ২০১৯ মঙ্গলবার

আহমেদ ইমতিয়াজ বুলবুল। গীতিকার, সুরকার এবং সঙ্গীত পরিচালক। তিন শতাধিক চলচ্চিত্রের সঙ্গীত পরিচালনা করেন। চলচ্চিত্রের সঙ্গীত পরিচালনা করে দুই বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার, এগারো বার বাচসাস পুরস্কার সহ বিভিন্ন পুরস্কার পান। নিচে বুলবুলের সঙ্গীত পরিচালনায় উল্লেখযোগ্য কিছু চলচ্চিত্রের নাম দেয়া হলো-
নয়নের আলো,মরনের পরে, সহযাত্রী, মায়ের অধিকার, চাওয়া থেকে পাওয়া, বিয়ের ফুল, তেজি, চন্দন দ্বীপের রাজকন্যা, সৎ ভাই, দায়ী কে, দাঙ্গা, আম্মাজান, আব্বাজান, মুক্তি চাই, প্রেমের তাজমহল, প্রেমের জ্বালা, অন্ধ প্রেম, বর্তমান, মিনিস্টার, ইতিহাস, জ্যোতি, মায়ের সম্মান, অন্যায়ের প্রতিবাদ, অশান্ত আগুন, কষ্ট, রাঙ্গা বউ, প্রাণের চেয়ে প্রিয়, পরেনা চোখের পলক, তোমাকে চাই, লুটতরাজ, অবুঝ হৃদয়, মহৎ, তুমি বড় ভাগ্যবতী, হিংসা, যন্ত্রণা, লাভ স্টোরি, ভয়, ভুলনা আমায়, জ্বলন্ত বিস্ফোরণ,তাণ্ডব লীলা, সমাজ কে বদলে দাও, জবর দখল, ধর, ফায়ার, আজ গায়ে হলুদ, লাভ ইন থাইল্যান্ড, লোভ লালসা, অন্ধকার, কাল নাগিনীর প্রেম, দেশ প্রেমিক (বিখ্যাত সুরকার আজাদ রহমানের সাথে যৌথ), জখম, আন্দোলন, ছেলে কার, বাঘিনী কন্যা, ক্রিমিনাল, বন্ধন, মন মানে না
মন, ক্রোধ, লুটপাট, নারীর মন, সিপাহি, পাগলি, দুনিয়া, জীবন ধারা, ক্ষত বিক্ষত, বলনা ভালবাসি, সাথি তুমি কার, সতিপুত্র আবদুল্লাহ, আমার জান, হুলিয়া, প্রেম কেন কাঁদায়, অনেক দিনের আশা, নিষিদ্ধ নারী, ফুল নেব না অশ্রু নেব, আনন্দ অশ্রু, অন্ধ ভালবাসা, অবুঝ দুটি মন, শাসন, মহড়া, সাক্ষী-প্রমাণ, লক্ষ্মীর সংসার, মা যখন বিচারক, তুমি আমারি, আত্ম-অহংকার, আমার অন্তরে তুমি, বিক্ষোভ, পানজা, সুখের ঘরে দুঃখের আগুন, কিলার, কাটা রাইফেল, সাবধান, মহা মিলন, কাজের মেয়ে, ধাওয়া, দুই নয়নের আলো, বিদ্রোহ চারিদিকে, বিদ্রোহী সন্তান, আমার স্বপ্ন তুমি, ভালোবাসি তোমাকে, মাতৃভূমি, নরক, বাঁধা, না বলোনা, জন্মশত্রু, জন্ম, ভালবাসার শত্রু, কপাল, ভালোবাসা ভালোবাসা, কাবিননামা, কঠিন প্রেম, এরই নাম ভালোবাসা, ছোট বোন, মা আমার স্বর্গ, মা আমার বেহেশত, অবুঝ শিশু, সন্তান আমার অহংকার, মিয়া বাড়ির চাকর, অঙ্ক, গুরুভাই, মাটির ঠিকানা, আমার পৃথিবী তুমি (যৌথ), রাজা সূর্য খাঁ (যৌথ) ইত্যাদি।

এসএ/