ক্রিমিয়ায় দুই জাহাজে আগুন: নিহত ১১
একুশে টেলিভিশন
প্রকাশিত : ১১:১২ এএম, ২২ জানুয়ারি ২০১৯ মঙ্গলবার | আপডেট: ০৬:০৮ পিএম, ২২ জানুয়ারি ২০১৯ মঙ্গলবার
ক্রিমিয়া উপদ্বীপে দুটি জাহাজে আগুনে লেগে ১১ জন নাবিক নিহত হয়েছেন। সোমবার উপদ্বীপটির কের্চ প্রণালীতে এ ঘটনা ঘটে। একই ঘটনায় আহত ১৪ জনকে উদ্ধার করা হয়েছে বলে জানানো হয়েছে।
রাশিয়ার সামুদ্রিক সংস্থার মুখপাত্র অ্যালেক্সি ক্র্যাভচেনকো এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, এক জাহাজ থেকে অন্য জাহাজে জ্বালানী স্থানান্তর করার সময় দুইটি জাহাজে আগুন ধরে যায়। এতে জাহাজ দু’টিতে থাকা সদস্যরা প্রাণ বাঁচাতে পানিতে লাফিয়ে পড়ে। এদের মধ্যে ঘটনাস্থলেই ১১ নিহত হয়।
অ্যালেক্সি ক্র্যাভচেনকো জানান, জাহাজ দু’টিতে ভারতীয় ও তুর্কি নাগরিকসহ মোট ৩১ জন সদস্য ছিল। বাকিদের কোনো সন্ধান পাওয়া যায়নি। তাদের খোঁজ চলেছে।
কের্চ প্রণালী পশ্চিমের ক্রিমিয়া উপদ্বীপকে পৃথক করে পূর্বের রাশিয়ার ক্রাসোডার ক্রাইয়ের তনান উপদ্বীপ ও কৃষ্ণসাগর এবং আজব সাগরকে যুক্ত করেছে। কৃষ্ণ সাগর থেকে আজোভ সাগরে জাহাজ চলাচলের জন্য রাশিয়া ও ইউক্রেন উভয়েরই সমুদ্রবন্দর আছে সেখানে।
গত বছরের নভেম্বরে অধিকৃত ক্রিমিয়া উপকূলে ইউক্রেন নৌবাহিনীর তিনটি জাহাজ আটক করে রাশিয়া। এ নিয়ে প্রতিবেশী দুই দেশের মধ্যে নতুন করে উত্তেজনা শুরু হয়েছে।
তথ্যসূত্র: বিবিসি ও রয়টার্স
এমএইচ/