কাল শহীদ মিনারে নেওয়া হবে বুলবুলের মরদেহ
একুশে টেলিভিশন
প্রকাশিত : ১১:১৮ এএম, ২২ জানুয়ারি ২০১৯ মঙ্গলবার
বাংলা সংগীত জগতের কিংবদন্তি পুরুষ আহমেদ ইমতিয়াজ বুলবুল না ফেরার দেশে পাড়ি জমালেন । মঙ্গলবার (২২ জানুয়ারি) ভোর ৪টা ১৫ মিনিটে তিনি হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান। ইমতিয়াজ বুলবুলের ছেলে সামির আহমেদ তথ্যটি নিশ্চিত করেছেন।
এদিকে, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ জানান, আজ মঙ্গলবার (২২ জানুয়ারি) রাজধানীর একটি হাসপাতালের মর্গে রাখা হবে শিল্পী বুলবুলের মরদেহ। আগামীকাল বুধবার সকাল ১১টায় তার মরদেহ নিয়ে যাওয়া হবে কেন্দ্রীয় শহীদ মিনারে। সেখানে তাকে গার্ড অব অনার দেওয়া হবে। এরপর সম্মিলিত সাংস্কৃতিক জোটের আয়োজনে সর্বস্তরের জনগণ আহমেদ ইমতিয়াজ বুলবুলকে শ্রদ্ধা জানাবেন।
গোলাম কুদ্দুছ আরও জানান, তার (আহমেদ ইমতিয়াজ বুলবুল) জানাজার বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি। একমাত্র ছেলের সঙ্গে কথা বলে আরও পরে সিদ্ধান্ত আসবে। এছাড়া তার দুই বোনের একজন থাকেন বিদেশে, তিনি ফিরবেন বুধবার সকালে।
আহমেদ ইমতিয়াজ বুলবুল ১৯৫৭ সালের ১ জানুয়ারি জন্মগ্রহণ করেন। তিনি একাধারে গীতিকার, সুরকার এবং সঙ্গীত পরিচালক। সত্তর দশকের শেষ লগ্ন থেকে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পসহ সংগীত শিল্পে সক্রিয় ছিলেন। রাষ্ট্রীয় সর্বোচ্চ সম্মান একুশে পদক, জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং রাষ্ট্রপতির পুরস্কারসহ অসংখ্য পুরস্কারে ভূষিত হয়েছেন এই নক্ষত্র মানুষ। ১৯৭১ সালে মাত্র ১৫ বছর বয়সে তিনি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেন।
আরকে//