ঢাকা, শুক্রবার   ২৯ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১৪ ১৪৩১

শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের জঙ্গিবাদ দমনে সজাগ থাকার আহ্বান

প্রকাশিত : ০৭:৩৬ পিএম, ২৯ সেপ্টেম্বর ২০১৬ বৃহস্পতিবার | আপডেট: ০৭:৩৬ পিএম, ২৯ সেপ্টেম্বর ২০১৬ বৃহস্পতিবার

জঙ্গিবাদ দমনে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের সজাগ থাকার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দিন। বৃহস্পতিবার সকালে নগরীর কাট্টলীতে নুরুল হক চৌধুরী উচ্চ বিদ্যালয় এবং ছালে জহুর সিটি কর্পোরেশন উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ’সব কথা বলেন। মেয়র আরো বলেন, ক্ষুধা-দারিদ্র মুক্ত ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে শিক্ষার্থীরাই বেশি অবদান রাখতে পারে। সেলক্ষে আধুনিক, প্রযুক্তি নির্ভর, সুশিক্ষায় শিক্ষার্থীদের গড়ে তুলতে হবে। পরে মেয়র কৃতি শিক্ষার্থী ও বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।