ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫,   মাঘ ২ ১৪৩১

নিউজিল্যান্ড সফরে ওয়ানডে দলে নতুন মুখ নাঈম

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৬:১০ পিএম, ২৩ জানুয়ারি ২০১৯ বুধবার | আপডেট: ০৭:১৩ পিএম, ২৩ জানুয়ারি ২০১৯ বুধবার

(ফাইল ফটো)

(ফাইল ফটো)

আসন্ন নিউজিল্যান্ড সফরের ওয়ানডে দলে সুযোগ পেয়েছেন পেসার তাসকিন আহমেদ ও সাব্বির রহমান। এছাড়া দলে সুযোগ পেয়েছেন তরুণ স্পিনার নাঈম হাসান। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বুধবার টাইগারদের আসন্ন নিউজিল্যান্ড সফরের দল ঘোষণা করেছে।

৩ ওয়ানডে ও ৩ টেস্টের সিরিজ খেলতে আগামী মাসেই নিউজিল্যান্ড সফরে যাবে বাংলাদেশ দল। সিরিজের শুরুটা হবে ১৩ ফেব্রুয়ারি ওয়ানডে ম্যাচ দিয়ে।

সব কিছু ঠিক থাকলে বিপিএল শেষ হবার আগে (৮ ফেব্রুয়ারি রাতে) জাতীয় দলের একটা গ্রুপ দেশ ত্যাগ করবে। যাদের দল ফাইনালে থাকবে না, তারা চলে যাবেন আগে। আর বাকিরা যাবেন ৯ ফেব্রুয়ারি।

নিউজিল্যান্ড সফরের ওয়ানডে দল
সাকিব আল হাসান, তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, মোস্তাফিজুর রহমান, মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), রুবেল হোসেন, মেহেদি হাসান মিরাজ, লিটন দাস, সৌম্য সরকার, মোহাম্মদ মিঠুন, তাসকিন আহমেদ, সাব্বির রহমান নাঈম হাসান, সাইফউদ্দিন।

 

এসএইচ/