উৎসবমুখর পরিবেশে শেষ হলো পরিচালক সমিতির নির্বাচন
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৫:৪০ পিএম, ২৫ জানুয়ারি ২০১৯ শুক্রবার | আপডেট: ১১:৩২ এএম, ২৭ জানুয়ারি ২০১৯ রবিবার
প্রতি দুই বছর পরপরই আসে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির নির্বাচন। প্রতিটি নির্বাচনেই ভোটাররা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে চলচ্চিত্রকে গতিশীল করার জন্য নতুন নেতৃত্ব নিয়ে আসেন। এবারও তার ব্যতিক্রম নয়। সকাল ৯টা থেকেই উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ শুরু হয়। নবীন প্রবীণ সব বয়সী ভোটারা লাইন ধরে ভোট দিতে দাঁড়িয়ে যান।
নির্বাচনকে কেন্দ্র করে পুরো এফডিসিতে সাজ সাজ অবস্থা বিরাজ করছে। গেট থেকে শুরু করে পুরো এফডিসি জুড়ে প্রার্থীদের নানা রঙের পোস্টারে সয়লাব হয়ে আছে।
প্রতি বছর এই দিনটি অনেক আনন্দের মাঝে কাটান পরিচালকরা। পুরনো সতীর্থদের কাছে পেয়ে অনেকে মেতে উঠেন নানা রকমের স্মৃতিচারণে। আবার অনেক তারকারাও এসে যোগ দেন এই আনন্দ-আড্ডায়।
এফডিসিতে ভোট দিতে আসেন এ প্রজন্মের অন্যতম নির্মাতা মোস্তফা সারোয়ার ফারুকী। তিনি বলেন, এই দিনটি অনেক আনন্দের। আজকে অনেকের সঙ্গে দেখা হলো ভালো লাগছে। যারা নির্বাচনে জয়লাভ করবে তারা চলচ্চিত্রের উন্নয়ন নিয়ে কাজ করবে। আর সদস্য হওয়ার ক্ষেত্রে যে সব বাধা রয়েছে তা দূর করে চলচ্চিত্রকে আরও গতিশীল করবে বলে আমি আশা করি।
২০১৯-২০ মেয়াদের এই নির্বাচনের ভোট গ্রহণ শেষ হয় বিকাল পাঁচটায়।
নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, এবারের নির্বাচনে নির্বাহী পরিষদের ১৯টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছে দুটি প্যানেল ও কয়েকজন স্বতন্ত্র প্রার্থী। দুই প্যানেল থেকে মোট ৩৮ জন প্রার্থী নির্বাচন করছেন। তাদের সঙ্গে রয়েছেন ৪জন স্বতন্ত্র প্রার্থী। মোট ৪২ জন প্রার্থী থেকে নির্বাচিত ১৯ জনকে নিয়ে গঠিত হবে নতুন কমিটি। এই নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৩৬২ জন।
এবারের নির্বাচনে একটি প্যানেল থেকে বর্তমান সভাপতি মুশফিকুর রহমান গুলজার ও মহাসচিব বদিউল আলম খোকন নির্বাচন করছেন। তাদের প্রতিদ্বন্ধী অপর প্যানেল হলো সভাপতি পদে বাদল খন্দকার এবং মহাসচিব পদে থাকছেন বজলুর রাশেদ চৌধুরী।
এছাড়া একজন স্বতন্ত্র প্রার্থী হিসেবে মহাসচিব পদে নির্বাচন করছেন। তিনি হলেন নির্মাতা সাফি উদ্দিন সাফি।
পরিচালক সমিতির এই নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে আছেন আবদুল লতিফ বাচ্চু। এছাড়া আরও দুই সহকারী নির্বাচন কমিশনার হিসেবে আছেন শফিকুর রহমান ও ডি এইচ নিশান।
নির্বাচন কমিশনার আবদুল লতিফ বাচ্চু বলেন, অত্যন্ত উৎসবমুখর পরিবেশে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। প্রতিবারের ন্যায় এবারও শান্তিপূর্ণ নির্বাচন হয়েছে। সবকিছু ঠিক থাকলে রাতের মধ্যেও ফলাফল ঘোষণা হতে পারে।
এসি