ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১০ ১৪৩১

ঢাবির ইংরেজি বিভাগের শিক্ষার্থীদের মিলনমেলা 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:২৩ পিএম, ২৫ জানুয়ারি ২০১৯ শুক্রবার

এক সময় এই প্রাঙ্গনেই কেটেছে ঘন্টার পর ঘন্টা। আড্ডা গান পড়ালেখায় কিভাবে যে সময় চলে যেত সেটা টেরই পাওয়া যেত না। বিশ্ববিদ্যালয়ের সেই মধুর দিনগুলোতে ফিরে গেলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সাবেক শিক্ষার্থীরা।    

আজ (২৫ জানুয়ারি) স্মৃতির ঝাঁপি নিয়ে জড়ো হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সাবেক-বর্তমান শিক্ষার্থীরা ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) প্রিয় সবুজ প্রাঙ্গণে।

বিশ্ববিদ্যালয়ের ইংলিশ ডিপার্টমেন্ট অ্যালামনাই সোসাইটি (ইডাস) প্রতিবারের মত এবারও জানুয়ারির শেষ শুক্রবার এ পুনর্মিলনীর আয়োজন করেছে।

কয়েক দশকের সাবেকদের সঙ্গে সদ্য বিভাগ ছেড়ে যাওয়া তরুণ-তরুণীর অনন্য এক মেলবন্ধন ঘটে ইডাসের বার্ষিক এই অনুষ্ঠানে। সাবেকদের স্বাগত জানাতে টিএসসির সবুজ চত্বরে থাকে হরেক রকম আয়োজন।

শুক্রবার দুপুরের পর থেকেই প্রাক্তন শিক্ষার্থীরা টিএসসিতে জড়ো হতে শুরু করেন। বিকাল ৩টায় ‘যদি তোর ডাক শুনে কেউ না আসে’ গেয়ে সবাইকে স্বাগত জানান ইংরেজি বিভাগের একদল শিক্ষার্থী।

শীতের বিকেলে এ আয়োজনে সাবেক শিক্ষার্থীদের আনন্দ মাখা কোলাহল আর অগ্রজ-অনুজ আড্ডা উষ্ণতা ছড়ায়। ফাঁকে ফাঁকে চলে শীতের পিঠা আর মুখরোচক নানা খাবারে আপ্যায়ন।

পুরনো বন্ধুদের নতুন করে কাছে পাওয়ার উচ্ছ্বাস, কুশল বিনিময়, স্মৃতি রোমন্থনের পাশাপাশি বর্তমানের হালচাল, ভবিষ্যতের পরামর্শ; সেলফি আর আড্ডায় গড়াতে থাকে সময়। 

ইডাস সভাপতি রাশেদা কে চৌধুরী বলেন, “এই দিনটির জন্য আমরা বিভাগের সাবেকরা অপেক্ষায় থাকি। এখানে এক হয়ে শুধু স্মৃতিময় অনুভূতিগুলো শেয়ার করি তা নয়, অভিজ্ঞদের আলোয় আলোকিত হয়ে আমাদের যেমন পথচলা এবং অনুজদের পথ দেখানোর কাজও আমরা করি।”

তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা রাশেদা কে চৌধুরী এবং ইডাসের সাধারণ সম্পাদক অবসরপ্রাপ্ত সিনিয়র সচিব হেদায়েতউল্লাহ আল মামুন মাঠে ঘুরে ঘুরে সবার সঙ্গে কুশল বিনিময় করেন।

এই মিলনমেলায় আরও উপস্থিত ছিলেন, অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী, ডাকসুর সাবেক জিএস জাতীয় পার্টির নেতা জিয়াউদ্দিন আহমেদ বাবলু, তৌফিক ইমরোজ খালিদী, সাবেক সচিব মোস্তফা মহিউদ্দিন, জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক চেয়ারম্যান আব্দুল মজিদ, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাবেক সভাপতি অধ্যাপক ড. সদরুল আমিন, নাট্যকর্মী রামেন্দু মজুমদার ও ইংরেজি বিভাগের চেয়ারপারসন কাজল কৃষ্ণ ব্যানার্জীকেও দেখা গেল আড্ডায়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষা কার্যক্রম শুরু হয়েছিল ১৯২১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার সময় থেকেই। আর অ্যালামনাই সোসাইটি যাত্রা শুরু করে ১৯৮৬ সালের ডিসেম্বরে। এরপর প্রতি বছর জানুয়ারিতে এই পুনর্মিলনীর আয়োজন করে আসছে সংগঠনটি। তবে এবার একটি বনভোজন আয়োজনেরও চিন্তা চলছে বলে জানা গেছে।

এসি