ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১০ ১৪৩১

ঢাকায় চার দিনব্যাপী আন্তর্জাতিক আলোকচিত্র উৎসব

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:০২ এএম, ২৬ জানুয়ারি ২০১৯ শনিবার

বাংলাদেশে ফটোগ্রাফি শিল্পের চর্চা ও প্রসারের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফি সোসাইটি প্রথমবারের মতো আয়োজন করতে যাচ্ছে ‘ঢাকা আন্তর্জাতিক আলোকচিত্র উৎসব ২০১৯’।

বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির কার্যালয়ে সংবাদ সম্মেলনে ঢাকা বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফি সোসাইটির নেতৃবৃন্দ আরো জানান, ২৭ জানুয়ারি সকাল সাড়ে ৯ টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের উপস্থিতিতে টিএসসি থেকে র‌্যালির মাধ্যমে আনুষ্ঠানিকভাবে উৎসব শুরু হবে।

উৎসবটি ২৭ জানুয়ারি হতে ৩০ জানুয়ারি পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্র(টিএসসি), চারুকলা অনুষদের বকুল তলা এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালার ৫ ও ৬ নং গ্যালারিতে প্রদর্শিত হবে৷ দর্শণার্থীদের জন্য উৎসবটি দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত উন্মুক্ত থাকবে বলে জানিয়েছেন আয়োজকরা।


একই দিনে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে বেলা ১১টায় শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের উপস্থিতিতে উদ্বোধনী অনুষ্ঠান শুরু হবে৷ এসময় আরো উপস্থিত থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয় সমাজ বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক সাদেকা হালিম ও আলোকচিত্রী নাসির আলী মামুন।

উৎসবে বাংলাদেশসহ বিশ্বের ৭টি দেশের আলোকচিত্রীদের ১৪৫টি একক আলোকচিত্র প্রদর্শিত হবে। সিঙ্গেল ক্যাটাগরিতে দেশ ও বিদেশি আলোকচিত্রীদের ৬৫৩৭টি আলোকচিত্র থেকে বাছাইকরা ১১১টি আলোকচিত্র স্থান পেয়েছে। পোর্টফলিও ক্যাটাগরিতে দেশ ও বিদেশের আলোকচিত্রীদের ৯৭টি ফটো স্টোরি থেকে ১৬টি ফটো স্টোরি প্রদর্শনীর জন্য নির্বাচিত হয়েছে৷ এছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফি সোসাইটির সদস্যদের ৩৪টি আলোকচিত্র উৎসবে প্রদর্শিত হবে।

অনুষ্ঠানের দ্বিতীয় দিন থেকে আলোকচিত্রীদের জন্য আয়োজন করা হবে মিট দ্যা জাজ সেশন, আর্টিস্ট টক, পুরাতন ক্যামেরার ফটোগ্রাফি নিয়ে দেখানো হবে বক্স ক্যামেরা ফটোগ্রাফি, পোর্টফলিও রিভিউ এবং আলোকচিত্রের উপর ডকুমেন্টারি ফিল্ম প্রদর্শন।