ঢাকা, মঙ্গলবার   ১৭ সেপ্টেম্বর ২০২৪,   আশ্বিন ১ ১৪৩১

আন্তর্জাতিক কাস্টমস দিবস আজ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৪৮ এএম, ২৬ জানুয়ারি ২০১৯ শনিবার

আজ আন্তর্জাতিক কাস্টমস দিবস। বাংলাদেশসহ ওয়ার্ল্ড কাস্টমস অর্গানাইজেশনের সদস্যভুক্ত ১৭৯টি দেশে নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করবে।

এবারের প্রতিপাদ্য হচ্ছে ‘স্মার্ট বর্ডার ফর সিমলেস ট্রেড, ট্রাভেল অ্যান্ড ট্রান্সপোর্ট’। দিবসটি উপলক্ষে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) আজ সকাল সাড়ে ৭টায় এনবিআর থেকে একটি শোভাযাত্রা বের করে। শোভাযাত্রা উদ্বোধন করেন সংস্থার চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূঁইয়া। প্রেস ক্লাব-পল্টন-বিজয়নগর হয়ে শোভাযাত্রাটি এনবিআরে এসে শেষ হয়।

এ ছাড়া রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। বিকেলে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে কাস্টমস দিবসের আলোচনা সভা ও সেমিনার অনুষ্ঠিত হবে।

এনবিআর চেয়ারম্যানের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি থাকবেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। বিশেষ অতিথি থাকবেন প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা ড. মসিউর রহমান, শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন, বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি এবং এফবিসিসিআই সভাপতি সফিউল ইসলাম মহিউদ্দিন।

এসএ/