ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৮ ১৪৩১

আকাশে ডবল সূর্য!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৪:১০ পিএম, ২৬ জানুয়ারি ২০১৯ শনিবার

সূর্য তো প্রতিদিনই ওঠে। কিন্তু ‘ডবল সূর্য’? না। তেমন কোনও ঘটনার কথা আবহমান কালে কেউ বলতে পারবেন না। অথচ আকাশে এক জোড়া সূর্য উঠেছে- এই মর্মে একটি ভিডিও ফেসবুক ও হোয়াটসঅ্যাপে ভাইরাল হয়েছে সম্প্রতি।

এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে জানা যায়, মার্কিন যুক্তরাষ্ট্র ও কানাডার সীমান্তে এই দৃশ্য দেখা গেছে- এই পোস্টকপিসহ ভিডিওটি শেয়ার হতে থাকে।

স্বভাবতই মানুষ কৌতূহলী হয়ে পড়ে ঘটনাটি নিয়ে। শুরু হয় বিপুল তর্ক-বিতর্ক। কিন্তু সত্যিই কি দুই সূর্য এক আকাশে দৃশ্যমান হওয়া সম্ভব?

অনেকে এটিকে ‘হান্টার্স মুন’ বলেও কমেন্ট করেন। অক্টোবর মাসে সাধারণত বিষুব দিবসের (২২ বা ২৩ সেপ্টেম্বরের পরে) আশেপাশের পূর্ণিমায় চাঁদকে স্বাভাবিকের চাইতে বড় দেখায়। কিন্তু এই ভিডিওতে যা দেখা গেছে, তা মোটেও ‘হান্টার্স মুন’ নয়।

আসল ঘটনাটি জানিয়ে কৌতূহলের নিরসন ঘটালেন বিশেষজ্ঞরা। তারা জানিয়েছেন, আকাশে সেই সময়ে বিস্তর আইস ক্রিস্টাল জমেছিল। সেই সব বরফ-স্ফটিকে সূর্যের প্রতিফলন ঘটেই এই বিভ্রম তৈরি করেছে।

একে ‘ফেক নিউজ’ বলা যায় কি যায় না- এই নিয়ে এখন তর্কে মেতেছেন নেটিজেনরা।

সূত্র: এবেলা

একে//