মোবাইলে সর্বনিম্ন প্যাকেজ ৩ দিন
একুশে টেলিভিশন
প্রকাশিত : ১০:৩৮ পিএম, ২৭ জানুয়ারি ২০১৯ রবিবার | আপডেট: ১০:৪৩ পিএম, ২৭ জানুয়ারি ২০১৯ রবিবার
মোবাইল ফোনে ইন্টারনেটের প্যাকেজ বা অফারের মেয়াদ হবে ন্যূনতম তিন দিন। এমন নির্দেশনা জারি করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।
আগামী ১ ফেব্রুয়ারি থেকে এই নিয়ম কার্যকর হবে। ৩০ দিন পর নিয়মটি পর্যালোচনা করা হবে বলে জানিয়েছে বিটিআরসি।
প্রসঙ্গত, দেশে মোবাইল ফোন অপারেটরগুলোর এখন দুইদিন, একদিনেরও প্যাকেজ রয়েছে। ভয়েস বা ডাটা শেষ না হলেও কেবল মেয়াদ না থাকায় তা ব্যবহারকারীরা উপভোগ করতে পারেন না। দীর্ঘদিন ধরে বিভিন্ন গণমাধ্যমে এ নিয়ে প্রতিবেদনও প্রকাশ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যবহারকারীরা ক্ষোভ জানিয়েছেন। এরই পরিপ্রেক্ষিতে বিটিআরসি এ উদ্যোগ নিয়ে থাকতে পারে। জানা গেছে, এই মেয়াদ আরও বাড়তে পারে।
এছাড়া একজন গ্রাহক সর্বোচ্চ ৫ টাকা ‘পে পার ইউজ’ প্রক্রিয়ায় ইন্টারনেট ব্যবহার করার সুযোগ পাবেন। নির্ধারিত সীমা (৫ টাকা) পার হলে গ্রাহকের মোবাইল ইন্টারনেট ব্যবহারের জন্য ইন্টারনেট প্যাকেজ-বান্ডল-অফার সাবস্ক্রাইব করতে হবে।
এর আগে গত মাসের শুরুতে মোবাইল অপারেটরগুলোকে দেওয়া এক নির্দেশনায় বিটিআরসি প্যাকেজের সর্বনিম্ন মেয়াদ ৭ দিন করার নির্দেশ দিয়েছিল।
এসি