ঢাকা, সোমবার   ০২ ডিসেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১৮ ১৪৩১

ঘরেই বানিয়ে নিন মাকড়সা তাড়ানোর স্প্রে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:২৪ এএম, ২৮ জানুয়ারি ২০১৯ সোমবার | আপডেট: ১০:৩৮ এএম, ২৮ জানুয়ারি ২০১৯ সোমবার

বাড়িতে মাকড়সার উৎপাত কি খুব বেড়ে গেছে? ঘরের আনাচে কানাছে বার বার ঝুল জমছে! ভাবছেন, এই মাকড়সার উৎপাত থেকে কী করে নিস্তার পাওয়া যায়! উপায় আছে। আসুন জেনে নেওয়া যাক।

ঘরের আনাচে কানাচে বিভিন্ন ধরণের পোকামাকড়ের পাশাপাশি মাকড়সাও ঘাপটি মেরে থাকে। এমন একটি উপায় আছে, যার প্রভাবে মাকড়সা আপনার ঘরের ধারে কাছেও ঘেঁষবে না। আর এর খরচও সমান্যই। বাজারে উপলব্ধ যে কোনও পোকা-মাকড় মারার স্প্রের তুলনায় অনেক কম! এবার মাকড়সা তাড়ানোর স্প্রে ঘরোয়া পদ্ধতিতে কীভাবে বানাবেন, তা জেনে নেওয়া যাক।

উপকরণ ও পদ্ধতি

প্রথমে ১ কাপ সাদা ভিনেগার আর ১ কাপ পানি ভাল করে মিশিয়ে নিন। এবার সেই মিশ্রণ ঘরের আনাচে কানাচে স্প্রে করুন। বিশেষ করে ঘরের সেই সব কোনায় স্প্রে করুন যেখানে মাকড়সার উত্পাত বেশি। ভিনেগারের মধ্যে রয়েছে অ্যাসিটিক অ্যাসিড, যার গন্ধ পেলেই মাকড়সা ওই এলাকা ছেড়ে পালাবে।

তাহলে বাজার চলতি নানা রকম কীট-পতঙ্গনাশক স্প্রে দাম দিয়ে না কিনে ব্যবহার করে দেখুন ঘরোয়া এই মিশ্রণ। হাতেনাতে ফল পাবেন।

সূত্র: জি নিউজ

একে//