ঢাকা, মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১১ ১৪৩১

ফেব্রুয়ারিতে শুরু হচ্ছে ৫ দিনব্যাপী রিহ্যাব মেলা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০১:৩০ পিএম, ২৮ জানুয়ারি ২০১৯ সোমবার

ফেব্রুয়ারি ৬ তারিখ থেকে শুরু হতে যাচ্ছে পাঁচ দিনব্যাপী ‘রিহ্যাব মেলা ২০১৯’। রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এই মেলা অনুষ্ঠিত হবে। মেলা চলবে ১০ ফেব্রুয়ারি পর্যন্ত।

গত শনিবার সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে স্টল বরাদ্দের কাজ সম্পন্ন হয়। এবারের মেলায় থাকবে বিভিন্ন প্রতিষ্ঠানের ২০২টি স্টল। কো-স্পন্সর, জেনারেল স্টল এবং বিল্ডিং ম্যাটেরিয়ালস এই তিন জোনে ভাগ থাকবে এবারের রিহ্যাব ফেয়ার।

রিহ্যাব জানিয়েছে, এবারের মেলায় রিহ্যাবের সদস্য প্রতিষ্ঠান ছাড়াও বেশকিছু বিল্ডিং ম্যাটেরিয়ালস এবং আর্থিক প্রতিষ্ঠান অংশ নেবে। থাকবে বিভিন্ন প্রতিষ্ঠানের ২০২টি স্টল।

রিহ্যাব ফেয়ারে এ বছর র‌্যাফেল ড্রতে প্রথম পুরস্কার থাকছে একটি প্রাইভেট কার, দ্বিতীয় পুরস্কার একটি মোটরসাইকেল। এছাড়া টিভি, ফ্রিজ, মোবাইল ফোনসহ থাকছে আরও আকর্ষণীয় পুরস্কার। এছাড়াও প্রতিদিনের র‌্যাফেল ড্রয়ে থাকছে তিন রাত চার দিনের হোটেল প্যাকেজসহ সিঙ্গাপুর, মালায়শিয়া ও ব্যাংককের কাপল এয়ার টিকেট।