ঢাকা, মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১১ ১৪৩১

‘গ্লোবাল এশিয়ান অব দ্য ইয়ার` পুরস্কার পেলেন আজিজ খান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০১:০১ পিএম, ২৯ জানুয়ারি ২০১৯ মঙ্গলবার | আপডেট: ০১:০২ পিএম, ২৯ জানুয়ারি ২০১৯ মঙ্গলবার

`গ্লোবাল এশিয়ান অব দ্য ইয়ার পুরস্কার` পেয়েছেন সামিট গ্রুপের চেয়ারম্যান মুহাম্মদ আজিজ খান। ২০১৮ সালে বিদ্যুৎ ও জ্বালানি খাতে বিশেষ অবদান রাখায় তাকে এ পুরস্কারে ভূষিত করেছে এশিয়াওয়ান ম্যাগাজিন।

গত ২১ জানুয়ারি সিঙ্গাপুরের মেরিনা বে স্যান্ডস হোটেলে এশিয়াওয়ানের দশম সংস্করণ উপলক্ষে আয়োজিত `প্রাইড অব এশিয়া :এশিয়ান বিজনেস অ্যান্ড সোশ্যাল ফোরাম ২০১৯` শীর্ষক অনুষ্ঠানে এ পুরস্কার তুলে দেওয়া হয়।

এক সংবাদ বিবৃতিতে জানানো হয়েছে, এশিয়াওয়ান বলেছে, মুহাম্মদ আজিজ খান বাংলাদেশের বৃহৎ শিল্পগোষ্ঠী সামিট গ্রুপের অন্তর্নিহিত শক্তি। পুঁজি ছাড়া ব্যবসা শুরু করে তিনি ফোর্বসের তালিকায় স্থান করে নিতে সক্ষম হন। তাকে অনেকে স্বপ্নচারী এবং জীবন্ত কিংবদন্তি হিসেবে আখ্যায়িত করেছেন। তিনি তার ব্যবসায়িক উপলব্ধি এবং মানুষের প্রতি প্রখর সহানুভূতির জন্য ব্যাপকভাবে প্রশংসিত। তিনি দানশীল এবং শিল্প অনুরাগী হিসেবে খ্যাত।

`এশিয়াওয়ান গ্লোবাল এশিয়ান অব দ্য ইয়ার` বিশ্বজুড়ে এশিয়ার অনুকরণীয় বিশিষ্ট ব্যক্তিবর্গের একটি বিশেষ বার্ষিক নির্বাচন। যারা পরবর্তী প্রজন্মের জন্য নেতৃত্বের দারুণ নিদর্শন রেখে যাচ্ছেন, তাদের এই আয়োজনে পুরস্কৃত করা হয়।

এই অনুষ্ঠানে সিঙ্গাপুরের সর্বোচ্চ কূটনীতিক, অনুকরণীয় ভারতীয় ব্যক্তিত্ব, এশীয় ব্যবসায়ী নেতা, বিভিন্ন দেশের বিখ্যাত সিইও, সিএমও, সিএফও, সিটিও, সিএইচআরও, বিনিয়োগকারী, সরকারি ও রাজকীয় অতিথিরা অংশ নেন। এ সময় তারা আধুনিক ব্যবসায়ের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।

টিআর/