ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৯ ১৪৩১

নিজের ঘর নিজেই পরিষ্কার করে এই শিম্পাঞ্জি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৪:০০ পিএম, ২৯ জানুয়ারি ২০১৯ মঙ্গলবার | আপডেট: ০৯:৫০ পিএম, ১ ফেব্রুয়ারি ২০১৯ শুক্রবার

ঘটনা চীনের লিয়াওনিং প্রদেশের শেনইয়াং শহরের। সেখানের চিড়িয়াখানায় অন্যদের সঙ্গে রয়েছে একটি ১৮ বছরের শিম্পাঞ্জিও।

সম্প্রতি সেই শিম্পাঞ্জির এক কীর্তিতেই মোহিত নেট দুনিয়া। হঠাৎই একদিন তাকে দেখা যায় ঝাঁটা নিয়ে নিজের খাঁচা পরিষ্কার করতে। খাঁচার ভিতরে ছড়িয়ে থাকা শুকনো পাতা ও ডালপালা সুন্দর করে ঝাঁট দিয়ে এক পাশে জমা করছে সে।

চিড়িয়াখানা কর্তৃপক্ষ থেকেই একটি ভিডিও করা হয় এই ঘটনার। পরবর্তীকালে সেই ভিডিওটি নিজেদের সোশ্যাল পেজে শেয়ার করে চীনের সংবাদমাধ্যম সিজিটিএন।

শিম্পাঞ্জির এমন আচরণের কথা বলতে গিয়ে চিড়িয়াখানার এক সদস্য ওয়াং জিংজিং বলেন যে, শিম্পাঞ্জিরা মানুষকে নানাভাবে অনুকরণ করে। ঝাঁটা দিয়ে যেভাবে তার খাঁচা পরিষ্কার করা হয়, তা সে মন দিয়েই দেখেছে। তারই প্রতিফলন ঘটেছে শিম্পাঞ্জিটির কর্মে। ওয়াং জিংজিং আরও বলেন যে, খাঁচার কোনাগুলোও সে নিপুণভাবে ঝাঁট দেয়।

শিম্পাঞ্জিটির বয়স ১৮ বছর হলেও, তার মানসিক স্থিতি ৪ বছরের একটি মানব-শিশুর মতো। সোশ্যাল মিডিয়ায় পোস্ট হওয়ার পরে লাফিয়ে লাফিয়ে বেড়েছে এই ভিডিওর লাইক ও কমেন্ট সংখ্যা।

সূত্র: এবেলা

একে//