ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৯ ১৪৩১

জবি শিক্ষক সমিতির সভাপতি দীপিকা ও সম্পাদক নূর মোহাম্মদ

জবি সংবাদদাতা

প্রকাশিত : ০৬:৩৩ পিএম, ২৯ জানুয়ারি ২০১৯ মঙ্গলবার

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষক সমিতির কার্যনির্বাহী পরিষদ নির্বাচনে ড. দীপিকা রাণী সরকার সভাপতি, ড.নূর মোহাম্মদ সাধারণ সম্পাদক হিসাবে নির্বাচিত হয়েছে। আজ মঙ্গলবার বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় অডিটরিয়ামে সকাল ৯টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে।

নির্বাচিত সভাপতি ড. দীপিকা রাণী সরকার তার নিকটস্থ প্রতিদ্বন্দ্বী প্রার্থী ড. জাকির হোসেনের চেয়ে ৫২ ভোট বেশি পেয়ে নির্বাচিত হয়েছেন। তিনি ২৬৭টি ভোট পেয়েছেন। ড. নূর মোহাম্মদ ৩০২ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হন এবং তার নিকটস্থ প্রতিদ্বন্দ্বী প্রার্থী ড. মো. আব্দুল আলিম ১৮২টি ভোট পেয়েছেন।

এছাড়া নির্বাচনে সহসভাপতি ড. আনোয়ার হোসেন ৩৩৮, কোষাধ্যক্ষ ড. মোহাম্মদ আব্দুল্লাহ মাহফুজ ২৮৪, যুগ্ম সাধারণ সম্পাদক ড. শামছুল কবির ২৬৬, কার্যনির্বাহী সদস্য ড. আবদুস সামাদ ৩০২, মো. মাসুদ রানা ২৯৫, ড. মো. মনিরুজ্জামান খন্দকার ২৯৩, ড. মনিরা জাহান ২৮৮, রাবিতা সাবাহ ২৮৮, রিতু কুন্ডু ২৬৮, মো. মেফতাহুল হাসান ২৬৪, ড.আবুল হোসেন ২৫৭, মোবারক হোসেন ২৫১ ও মো. নিয়াজ আলমগীর ২৪৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

প্রধান নির্বাচন কমিশনার ড. সুরঞ্জন কুমার দাস ফলাফল ঘোষণা করেন। এ সময় সহকারী নির্বাচন কমিশনার ড. মমিন উদ্দিন, ড. শাহরিয়ার আহমেদ, ড. সাবিনা শারমিন, ড. তানভীর আহসান এ সময় উপস্থিত ছিলেন।

এসএইচ/