বাণিজ্য মেলায় সাড়া ফেলেছে কয়েদিদের তৈরি পণ্য [ভিডিও]
একুশে টেলিভিশন
প্রকাশিত : ১১:১১ পিএম, ২৯ জানুয়ারি ২০১৯ মঙ্গলবার
ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় সাড়া ফেলেছে জেলখানার কয়েদিদের তৈরি পণ্য। জামদানী শাড়ি ও নকশী কাঁথাসহ বিভিন্ন ধরণের পণ্য স্থান পেয়েছে বাংলাদেশ জেল কারাপণ্য প্যাভিলয়নে।
জেল কর্তৃপক্ষ বলছে, কয়েদিরা যাতে জেল থেকে বেরিয়ে স্বাবলম্বী হয়ে জীবনযাপন করতে পারেন, সে লক্ষ্যেই তাদের হাতের কাজ শেখানো হয়।
দেশের প্রত্যেকটি জেলখানায় বিভিন্ন অপরাধে সাজাপ্রাপ্ত কয়েদিরা তৈরি করছেন জামদানী শাড়ি ও গার্মেন্টস-সহ নানা পণ্য।
এসব পণ্য তৈরির মাধ্যমে পরিবারকে আর্থিক সহায়তা করছেন কয়েদিরা। পাশাপাশি জেল থেকে বেরিয়ে স্বাবলম্বী জীবনযাপন করতে চান তারা।
এবারে ঢাকা আন্তর্জাতিক বানিজ্য মেলায় স্থান পেয়েছে কয়েদিদের তৈরি এসব পণ্য। বাংলাদেশ জেল কারাপণ্য প্যাভিলিয়নে ভীড় করছেন ক্রেতা-দর্শনার্থীরা।
তারা বলছেন, কারাবন্দী থেকেও দেশের উন্নয়নে অবদান রাখছেন কয়েদিরা।
ইলেকট্রনিক্স, রাজমিস্ত্রি ও শো-পিচ তৈরি করা-সহ কয়েদিদের বিভিন্ন কাজের প্রশিক্ষণ দেয়া হয় বলে জানালেন ডেপুটি জেইলার।
কয়েদিদের তৈরি পণ্য গুনে-মানে উন্নত হওয়ায় বেচাকেনাও ভালো বলে জানালেন এই কর্মকর্তা।
ভিডিও: https://youtu.be/DWW52_dj6d8