শেষ চারে রংপুর, সঙ্গী কুমিল্লাও
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৯:২১ এএম, ৩০ জানুয়ারি ২০১৯ বুধবার | আপডেট: ১১:৩৬ এএম, ৩০ জানুয়ারি ২০১৯ বুধবার
রাজশাহী কিংস’র বিপক্ষে ফিফটি করলেন রাইলি রুশো। আগের ম্যাচের সেঞ্চুরিয়ান এবি ডি ভিলিয়ার্স খেললেন আরেকটি ভালো ইনিংস। এতে রাজশাহীকে হারিয়ে শেষ চার নিশ্চিত করল রংপুর রাইডার্স।
মঙ্গলবার চট্টগ্রামে দ্বিতীয় ম্যাচে হেসেখেলেই ৬ উইকেটের জয় পেল রংপুর। ১৪২ রানের লক্ষ্য ৮ বল বাকি থাকতে পেরিয়ে যায় গতবারের চ্যাম্পিয়নরা।
এদিন টস জিতে প্রথমে ব্যাটিং করে মেহেদী হাসান মিরাজের নেতৃত্বাধীন রাজশাহী কিংস। প্রথমে ব্যাটিংয়ে নেমে ইনিংসের তৃতীয় ওভারেই সাজঘরে ফেরেন জনসন চার্লস। ব্যাটিংয়ে নেমে কিছু বুঝে ওঠার আগেই নাহিদুলের বলে বোল্ড মুমিনুল হক সৌরভ। ফেরেন মাত্র ৪ রান করে। দলীয় ৬২ রানে ফেরেন সৌম্য সরকার।
সুবিধা করতে পারেননি দলীয় অধিনায়ক মেহেদী হাসান মিরাজও। সাজঘরে ফেরার আগে ৪ বলে ৬ রান করেন মিরাজ। দলের ব্যাটিং বিপর্যয়ের দিনে দায়িত্বশীলতার পরিচয় দিতে পারেননি ফর্মে থাকা লরি ইভান্স। শেষ ওভারে আউট হওয়ার আগে ১৮ ও ২২ রান করেন ফজলে মাহমুদ ও কাজী আহমেদ।
১৪২ রানের টার্গেট তাড়া করতে নেমে দলীয় ১৩ রানে ফেরেন রংপুর রাইডার্সের ওপেনার ক্রিস গেইল। দুর্দান্ত ব্যাটিং করেন রাইলি রুশো ও অ্যালেক্স হেলস। রান সংগ্রহের দিক থেকে শীর্ষে রয়েছেন রুশো। হেলস-রুশো এবং এবি ডি ভিলিয়ার্সরা নিয়মিত রান করে যাওয়ায় টানা জয় পাচ্ছে রংপুর।
রংপুর ও কুমিল্লা ভিক্টোরিয়ান্সের পয়েন্ট ১৪ করে। অন্তত তিন ও চারে থাকা নিশ্চিত হয়ে গেছে তাদের। এক ম্যাচ বাকি থাকা রাজশাহীর আশা এখনও টিকে আছে। ১০ পয়েন্ট নিয়ে তারা আছে পঞ্চম স্থানে।
সংক্ষিপ্ত স্কোর
রাজশাহী কিংস
২০ ওভারে ১৪১/৮ (চার্লস ১২, সৌম্য ১৪, মুমিনুল ৪, ইভান্স ৩৫, মিরাজ ৬, ইয়ঙ্কার ১৬, মাহমুদ ১৮, কায়েস ২২, সানি ১, মুস্তাফিজ ৪*; অপু ৪-০-৩৯-২, মাশরাফি ৪-০-২৫-০, রেজা ৪-০-৩০-৩, নাহিদুল ৩.৩-০-১৪-১, শফিউল ০.৩-০-৩-০, শহিদুল ৪-০-২৮-২)
রংপুর রাইডার্স
১৮.৪ ওভারে ১৪৫/৪ (গেইল ১০, হেলস ১৬, রুশো ৫৫, ডি ভিলিয়ার্স ৩৭, মিঠুন ৪*, নাহিদুল ১১*; মিরাজ ৪-০-২৪-১, সানি ৩-০-২৯-১, মুস্তাফিজ ৩.৪-০-৩৩-০, কায়েস ৪-০-২৯-১, রাব্বি ৪-০-২৯-১)
ফল
রংপুর রাইডার্স ৬ উইকেটে জয়ী
ম্যান অব দা ম্যাচ
ফরহাদ রেজা
একে//