ঘরের মাঠে কষ্টের জয় আর্সেনালের
একুশে টেলিভিশন
প্রকাশিত : ১২:১৯ পিএম, ৩০ জানুয়ারি ২০১৯ বুধবার | আপডেট: ০৩:৪৩ পিএম, ৩০ জানুয়ারি ২০১৯ বুধবার
ইংলিশ প্রিমিয়ার লিগে ঘরের মাঠে অবনমন অঞ্চলের দল কার্ডিফ সিটির বিপক্ষে স্বরূপে দেখা মেলেনি আর্সেনালের। প্রথমার্ধে গোলের দেখা পায়নি দলটি। তবে শেষ দিকে ঘুরে দাঁড়িয়ে কষ্টের জয় নিয়ে ফেরে উনাই এমেরির দল।
মঙ্গলবার রাতে এমিরেটস স্টেডিয়ামে ২-১ গোলে জেতে আর্সেনাল। লিগে এই নিয়ে টানা দ্বিতীয় ও শেষ ছয় ম্যাচে তৃতীয় জয় পেল দ্য গানার্স খ্যাত দলটি। বাকি তিন ম্যাচের দুটিতে হেরেছে তারা।
নিজেদের মাঠে খেলতে নেমে ম্যাচের প্রথম থেকেই আক্রমণাত্মক হয়ে খেলতে থাকে আর্সেনাল। কিন্তু গোল শূন্য থেকেই শেষ হয় প্রথমার্ধ।
বিরতি থেকে ফিরে ম্যাচের ৬৬তম মিনিটে স্পট কিকে আর্সেনালকে এগিয়ে দেন গ্যাবন স্ট্রাইকার অবেমায়েং। মৌসুমে লিগে এটি তার ১৫তম গোল। ম্যাচের ৮৩তম মিনিটে লাকাজেত আরও এক গোল করলে ২-০ তে এগিয়ে যায় স্বাগতিকরা।
যোগ করা সময়ের তৃতীয় মিনিটে কার্ডিফের মেন্দেজ লেইংয়ের এক গোল কেবল ব্যবধানই কমিয়েছেন। শেষ পর্যন্ত অবশ্য আর্সেনালের জয়ের পথে বাধা হতে পারেনি দলটি।
এই জয়ে চেলসির সমান ৪৭ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানেই রইল আর্সেনাল। এক ম্যাচ কম খেলা চেলসি গোল ব্যবধানে এগিয়ে চতুর্থ স্থানে আছে। শীর্ষে থাকা লিভারপুলের পয়েন্ট ৬০। ৫৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে ম্যানসিটি। তৃতীয় স্থানে থাকা টটেনহ্যাম হটস্পারের পয়েন্ট ৫১।
সূত্র: গোল ডটকম
একে//