আল-আরাফাহ্ ব্যাংকের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৯:৩৫ পিএম, ৩০ জানুয়ারি ২০১৯ বুধবার
আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক ট্রেনিং অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট আয়োজিত ‘ইন্টারনাল কন্ট্রোল অ্যান্ড কম্প্লায়েন্স রিস্ক ম্যানেজমেন্ট ইন ব্রাঞ্চেস’ শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৯ জানুয়ারি) চট্টগ্রামের হোটেল পেনিনসুলা সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। ব্যাংকের ভাইস চেয়ারম্যান আলহাজ্জ আব্দুস সালাম প্রধান অতিথি হিসেবে কর্মশালার উদ্বোধন করেন। উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জুবায়ের ওয়াফা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
এ সময় বক্তব্য রাখেন ট্রেইনিং ইনস্টিটিউটের প্রিন্সিপাল ও এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোঃ আব্দুর রহীম দুয়ারি, কম্প্লায়েন্স ডিভিশনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আক্তার কামাল এবং এআইবিএল চট্টগ্রাম জোনের জোনাল হেড ও সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ আজম। ব্যাংকের চট্টগ্রাম জোনের নির্ধারিত শাখাসমূহের কর্মকর্তাগণ প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণ করেন।
প্রধান অতিথির বক্তব্যে ব্যাংকের ভাইস চেয়ারম্যান আলহাজ্জ মোঃ আব্দুস সালাম বলেন, ব্যাংকিং কর্মকাণ্ডে সকল পর্যায়ে বিভিন্ন নীতিমালা ও নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষের নির্দেশনা পরিপালন অত্যন্ত জরুরি। এ কারণেই ব্যাংকের অভ্যন্তরীণ নিরীক্ষা ব্যবস্থা অত্যন্ত দৃঢ় হওয়া প্রয়োজন। এ বিষয়ে তিনি ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে সর্বোচ্চ গুরুত্ব প্রদানের নির্দেশ দেন।
সভাপতির বক্তব্যে উপব্যবস্থাপনা মোহাম্মদ জুবায়ের ওয়াফা বলেন, আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেড একটি পরিপূর্ণ নিয়মতান্ত্রিক শরীয়াহ্ভিত্তিক ব্যাংক। বিভিন্ন রেগুলেটরি অথোরিটির নির্দেশনা পরিপালনে ব্যাংক সর্বদাই সতর্ক রয়েছে। তিনি প্রশিক্ষণলব্ধ জ্ঞান সঠিকভাবে কর্মক্ষেত্রে প্রয়োগের বিষয়ে অংশগ্রহণকারী কর্মকর্তা-কর্মচারীদের পরামর্শ দেন।
এসি