ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৯ ১৪৩১

গোল উৎসব করে সেমিতে বার্সা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৪৮ এএম, ৩১ জানুয়ারি ২০১৯ বৃহস্পতিবার

কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে সেভিয়ার কাছে ২-০ গোলে হেরেছিল বার্সেলোনা। ফলে সেমিফাইনালে যাওয়ার জন্য ফিরতি লেগে জিততে হতো অন্তত ৩ গোলের ব্যবধানে। সেই গোল ব্যবধানতো হলোই; রীতিমত গোল উৎসব করলো বর্তমান চ্যাম্পিয়নরা। সেভিয়াকে উড়িয়ে কোপা দেল রের সেমিতে উঠলো কাতালানরা।   

বুধবার রাতে ক্যাম্প নুয়ে ৬-১ গোলে জিতেছে আর্নেস্তো ভালভার্দের শিষ্যরা। দুই লেগ মিলিয়ে তাদের জয় ৬-৩ ব্যবধানে।

নিজেদের মাঠে খেলতে নেমে শুরুটা দারুণ হয় বার্সার। ম্যাচের ত্রয়োদশ মিনিটে ফিলিপে কৌতিনিয়োর স্পট কিকে এগিয়ে যায় স্বাগতিকরা। লিওনেল মেসি ডি-বক্সে ফাউলের শিকার হলে পেনাল্টির বাঁশি বাজিয়েছিলেন রেফারি।

অবশ্য মিনিট দশেক পর একই কায়দায় গোল শোধের সুযোগ ছিল অতিথিদের। ম্যাচের ২৪তম মিনিটে স্প্যানিশ মিডফিল্ডার রোকি মেসাকে ডি-বক্সে ডিফেন্ডার জেরার্দ পিকে ফাউল করলে পেনাল্টি পায় সেভিয়া। তবে এভার বানেগার স্পট কিক বাঁ দিকে ঝাঁপিয়ে ঠেকিয়ে দেন বার্সেলোনার দ্বিতীয় পছন্দের গোলরক্ষক ইয়াসপের সিলেসেন।

ম্যাচের ৩১তম মিনিটে ইভান রাকিতিচের গোলে দুই লেগ মিলিয়ে ২-২এ সমতায় ফেরে বার্সা। ম্যালকম আর্থারের বাড়ানো বলে ছুটে এসে আলতো একটা টোকা দেন ক্রোয়াট মিডফিল্ডার। এই অবস্থায়ই দুই দল বিরতিতে যায়।

বিরতি থেকে ফিরে ম্যাচের ৫৩তম মিনিটেই লুইস সুয়ারেসের পাস থেকে হেডে নিজের দ্বিতীয় গোলটি উদযাপন করেন গত কয়েকটি খেলায় শুরুর একাদশে জায়গা না পাওয়া কৌতিনিয়ো। পরের মিনিটেই মেসির পাস পেয়ে দলের চতুর্থ গোলটি করেন সার্জিও রবের্তো।

ম্যাচের ৬৭তম মিনিটে বার্সা ভক্তদের হৃদয়ে কাঁপুনি ধরান গিলের্মো আরানা। আর্জেন্টাইন মিডফিল্ডার এভার বানেগার পাস পেয়ে বল জালে পাঠিয়ে ব্যবধান কমান ব্রাজিলিয়ান ডিফেন্ডার।

ম্যাচের ৮৯তম মিনিটে বাঁ দিক থেকে জর্দি আলবার দারুণ ক্রসে টোকা দিয়ে পঞ্চম গোলটি করেন লুইস সুয়ারেস।

আর যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে দারুণ পাসিং ফুটবলের পসরা সাজিয়ে প্রতিপক্ষের কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন মেসি। ডি-বক্সে আলবার পাস পেয়ে একজনকে কাটিয়ে বাঁ পায়ের শটে গোলটি করেন বার্সেলোনা অধিনায়ক। 

বুধবার আরেক খেলায় এস্পানিওলকে ৩-১ গোলে হারিয়ে দুই লেগ মিলিয়ে ৪-২ ব্যবধানে এগিয়ে রিয়াল বেতিসও উঠে গেছে সেমিতে। আগেই উঠে গেছে ভ্যালেন্সিয়া। সেমির শেষ দল হিসেবে জায়গা পেতে আজ বৃহস্পতিবার মাঠে নামবে রিয়াল মাদ্রিদ ও জিরোনা।

সূত্র: গোল ডটকম

একে//