ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৯ ১৪৩১

লোকসানের মুখে ঝিনাইদের কপি চাষিরা(ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:২৬ এএম, ৩১ জানুয়ারি ২০১৯ বৃহস্পতিবার

ব্যাপক লোকসানের মুখে পড়েছেন ঝিনাইদের বাঁধাকপি চাষিরা। প্রতিটি কপি বিক্রি হচ্ছে ২ থেকে ৩ টাকায়। কিন্তু উৎপাদন খরচ হয়েছে ৪ থেকে ৫ টাকা। সবজির উপযুক্ত দাম নিশ্চিতে কোল্ডস্টোরেজ নির্মাণের দাবি জানিয়েছেন কৃষকরা।

আবহাওয়া অনুকূলে থাকায় ঝিনাইদহ সদর, হরিণাকুন্ডু, শৈলকুপা, মহেশপুর কোটচাঁদপুর ও কালীগঞ্জে বাঁধাকপির বাম্পার ফলন হয়েছে। কিন্তু চাষিদের মুখে নেই হাসি। পানির দরে বিক্রি করতে হচ্ছে কষ্টার্জিত ফসল।

প্রতিটি কপি উৎপাদন খরচের অর্ধেক দামে বিক্রি করতে বাধ্য হচ্ছেন চাষিরা।

সবজি সংরক্ষণ ও ন্যায্য দাম নিশ্চিতে, কোল্ডস্টোরেজ নির্মাণের কথা বলছে কৃষি বিভাগ।

সিংক: জি এম আব্দুর রউফ, উপপরিচালক, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ঝিনাইদহ।

ঝিনাইদহের ৬ উপজেলায় ১১ হাজার ৪৫৫ হেক্টর জমিতে চাষ হয়েছে বাঁধাকপি।