ঢাকা, মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১১ ১৪৩১

ঘরে বসেই সঞ্চয়ী হিসাব খুলতে প্রাইম ব্যাংক নিয়ে এলো ‘প্রাইম ডিজি’ 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৫৯ পিএম, ৩১ জানুয়ারি ২০১৯ বৃহস্পতিবার

বাংলাদেশে প্রথম ডিজিটাল সঞ্চয়ী হিসাব ‘প্রাইম ডিজি’ নিয়ে এসেছে বেসরকারি খাতের প্রাইম ব্যাংক লিমিটেড। বর্তমান ব্যাংকগুলোতে গ্রাহকদের নানা হয়রানি ও চাহিদার কথা চিন্তা করে নতুন এই সেবা চালু করেছে ব্যাংকটি। গ্রাহকরা স্বশরীরে শাখায় না এসে ঘরে বসেই এই হিসাব খুলতে এবং লেনদেন করতে পারবেন।    

আজ বৃহস্পতিবার দুপুরে ঢাকা ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী রাহেল আহমেদ এ তথ্য জানান।

এসময় ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক হাবিবুর রহমান, উপ-ব্যবস্থাপনা পরিচালক গোলাম রাব্বানীসহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে রাহেল আহমেদ বলেন, ‘বর্তমান যুগের গ্রাহকরা ব্যাংকের কাছে আসতে চায়না। ব্যাংককেই গ্রাহকের কাছে সেবা নিয়ে যেতে হয়। চাহিদা অনুযায়ী ব্যাংকিং সেবাসমূহকে সহজ করতেই আমাদের এই যুগান্তকারী উদ্যোগ।’

সংবাদ সম্মেলনে জানানো হয়, প্রাইম ডিজি নামের এই হিসাবটি একটি সঞ্চয়ী হিসাব। এর মাধ্যমে হিসাব খোলার জন্য প্রাথমিক জমার কোনো প্রয়োজন নেই। পাশাপাশি থাকবে ফ্রি ডেবিট কার্ড সেবা, ইন্টারনেট ব্যাংকিং, ব্যালেন্স এনকোয়ারি, হিসাব বিবরণী ট্রান্সফার, ফান্ড ট্রান্সফার, ক্রেডিট কার্ডের বিল পরিশোধ, ইউটিলিটি বিল পরিশোধ, মোবাইল রিচার্জ, ইন্সুরেন্স প্রিমিয়াম পরিশোধ, লেনদেনের বৃত্তান্ত প্রভৃতি। এছাড়া প্রথম চেক বই ফ্রি, আরটিজিএস ও বিএফটিএনের সুবিধা এবং জমা স্থিতির ওপর সুদও প্রদান করা হবে।

এসি