ঢাকা স্টক এক্সচেঞ্জের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
একুশে টেলিভিশন
প্রকাশিত : ১১:২৫ পিএম, ৩১ জানুয়ারি ২০১৯ বৃহস্পতিবার
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ লিঃ এর ৯ম বিশেষ সাধারণ সভা ও ৫৭তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩১ জানুয়ারী) মাল্টিপারপাস হল, ডিএসই টাওয়ার, লেভেল-১২, নিকুঞ্জ ঢাকায় অনুষ্ঠিত হয়৷ সভায় সভাপতিত্ব করেন ডিএসই’র চেয়ারম্যান অধ্যাপক ড. আবুল হাশেম।
পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে সভার কার্যক্রম শুরু হয়৷ সভার শুরুতে ঢাকা স্টক এক্সচেঞ্জের শেয়ারহোল্ডার প্রতিনিধি নাসির-উর-রহমান সিনহা, সাবেক ডিএসই সদস্য মোঃ শাহিদুল্লাহ ও শেয়ারহোল্ডার পরিবারের প্রয়াত সদস্যদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে মোনাজাত করা হয়৷
ঢাকা স্টক এক্সচেঞ্জ লিঃ এর ৯ম বিশেষ সাধারণ সভায় অ্যাসোসিয়েশন অব ঢাকা স্টক এক্সচেঞ্জ লিমিটেডের বিভিন্ন অনুচ্ছেদসমূহের পরিবর্তন, পরিমার্জন ও সংযোজন করা হয়৷
ডিএসই’র ৫৭তম বার্ষিক সাধারণ সভায় ডিএসই’র চেয়ারম্যান অধ্যাপক ড. আবুল হাশেম পরিচালনা পর্ষদ ও ব্যবস্থাপনার পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং নব-নির্বাচিত সরকারকে অভিনন্দন জানান৷ তিনি বলেন, প্রধানমন্ত্রী তাঁর গতিশীল ও স্বপ্নদর্শী নেতৃত্বের অধীনে নতুন সরকার শান্তি, সমৃদ্ধি ও উন্নয়নে দেশকে নেতৃত্ব দেয়ার ক্ষেত্রে একটি অসাধারণ ভূমিকা পালন করবে৷
তিনি বিশেষভাবে ধন্যবাদ জ্ঞাপন করেন অর্থমন্ত্রী এ এইচ এম মোস্তফা কামাল, পরিকল্পনা মন্ত্রী এম.এ.মান্নান, পররাষ্ট্র মন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ, এছাড়াও তিনি একাদশ জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হবার জন্য অভিনন্দন জানান ডিএসই’র শেয়ারহোল্ডার কাজী ফিরোজ রশিদ, আহসানুল ইসলাম টিটু, মোঃ শফিকুর রহমান, আব্দুল মমিন মন্ডল এবং আবদুস সালাম মুর্শেদীকে৷
অধ্যাপক ড. আবুল হাশেম আরো বলেন, ২০১৭-১৮ অর্থবছরে ডিএসইতে একটা গুনগত পরিবর্তন ঘটে৷ অনেক চ্যালেঞ্জের সম্মুখিন হওয়া সত্বেও সফলভাবে সেগুলো বাস্তবায়ন করা হয়েছে৷ ডিএসই’র পরিচালনা পর্ষদ ও ম্যানেজমেন্ট গত এক বছর কৌশলগত বিনিয়োগকারী আনার ব্যাপারে অত্যন্ত ব্যস্ত সময় পার করে৷ নিরলস পরিশ্রম ও দীর্ঘ কর্মযজ্ঞের পর অবশেষে বিশ্বের খ্যাতিমান এক্সচেঞ্জ শেনজেন স্টক এক্সচেঞ্জ ও সাংহাই স্টক এক্সচেঞ্জ ডিএসই’র কৌশলগত বিনিয়োগকারী হিসেবে অন্তর্ভুক্ত হয়েছে৷ এটি ডিএসই’র জন্য আন্তর্জাতিকীকরণ, মানসম্পন্নকরণ এবং বিনিয়োগকারীদের আস্থা অর্জনের ক্ষেত্রে একটি বড় অর্জন৷ যা ডিএসই’র পরিচালনা পর্ষদের কঠোর ও মহত প্রচেষ্টা এবং ডিএসই’র শেয়ারহোল্ডারদের আন্তরিক সমর্থনের ফলাফল৷ ডিএসই’র পরিচালনা পর্ষদ কৌশলগত বিনিয়োগকারীদের ব্যাপারে নির্দেশনা এবং অনুমোদনের জন্য বিএসইসি’র কাছে কৃতজ্ঞ৷ তিনি শেনঝেন স্টক এক্সচেঞ্জ ও সাংহাই স্টক এক্সচেঞ্জকে ডিএসই’র কৌশলগত বিনিয়োগকারী হবার ধন্যবাদ জ্ঞাপন করেন৷
তিনি আরো বলেন, ডিএসই ও পুঁজিবাজার উন্নয়নে অনেকগুলো পদক্ষেপ গ্রহণ করা হয়েছে৷ এর মধ্যে বেশ কয়েকটি সফলতার চূড়ান্ত পর্যায়ে রয়েছে এবং কিছু সম্পন্ন হয়েছে যেমনঃ কৌশলগত বিনিয়োগকারীর অন্তর্ভূক্তি, ক্লিয়ারিং এবং সেটেলমেন্ট কোম্পানি গঠন এবং স্মল ক্যাপিটাল প্লাটফর্ম বাস্তবায়ন ইত্যাদি৷ এটিবি (অল্টারনেটিভ ট্রেডিং বোর্ড)-২০১৮ চূড়ান্ত পর্যায়ে রয়েছে৷ কৌশলগত বিনিয়োগকারীদের অন্তর্ভূক্তিতে প্রযুক্তিগত ও ব্যবসায়িক প্রস্তাব বাস্তবায়নের ডিএসই’র ব্যবস্থাপনা এবং কৌশলগত বিনিয়োগকারীদের প্রতিনিধিবৃন্দ যৌথভাবে কাজ করছে৷
পরিশেষে তিনি বলেন, আমাদের একটিই লক্ষ ডিএসইকে এ অঞ্চলের মধ্যে নেতৃস্থানীয় স্টক এক্সচেঞ্জে পরিনত করা৷ সকলের অব্যাহত সমর্থন, গঠনমূলক পরামর্শ নিয়েই সামনের চ্যালেঞ্জগুলো মোকাবেলা করার আশাবাদ ব্যক্ত করেন৷
পরে বিপুল সংখ্যক শেয়ারহোল্ডারদের উপস্থিতিতে বার্ষিক সাধারণ সভায় ২০১৮ সালের ৩০ শে জুন তারিখে সমাপ্ত অর্থবছরের কোম্পানির পরিচালকমন্ডলীর প্রতিবেদন, নিরীক্ষকবৃন্দের প্রতিবেদন, নিরীক্ষিত আর্থিক বিবরণী গ্রহণ, বিবেচনা ও সর্বসম্মতিভাবে অনুমোদিত হয়৷ এছাড়াও ৩০ জুন ২০১৮ তারিখে সমাপ্ত অর্থবছর পরিচালনা পর্ষদের সুপারিশকৃত ০৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয় এবং পরবর্তী অর্থবছরের জন্য নিরীক্ষক নিয়োগ ও তাঁদের পারিতোষিক নির্ধারণ করা হয়৷ ২৪ জানুয়ারী ২০১৯ তারিখে ডিএসই’র পরিচালনা পর্ষদ নির্বাচনে মোঃ রকিবুর রহমান পুনঃনির্বাচন জন্য মনোনয়ন পএ জমা দেন৷ ১৩ জানুয়ারী ২০১৯ তারিখ মনোনয়ন পএ জমাদানের শেষ দিনে একটি মাত্র মনোনয়ন পত্র জমা পড়ে৷ আর কোন প্রার্থী না থাকায় নির্বাচন কমিশন মোঃ রকিবুর রহমানকে পরিচালক হিসেবে নির্বাচিত ঘোষণা করে৷ ৫৭তম বার্ষিক সাধারণ সভায় আনুষ্ঠানিক ভাবে মোঃ রকিবুর রহমান পুনরায় ডিএসই’র পরিচালক হিসেবে বোর্ডে অন্তর্ভুক্ত হন৷
সভায় আরও বক্তব্য রাখেন বুলবুল সিকিউরিটিজ লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক এ এস শাহুদুল হক বুলবুল, আইল্যান্ড সিকিউরিটিজ লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মঈন উদ্দিন, এফসিএমএ, এ্যাংকর সিকিউরিটিজ লিঃ এর চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক এ জেড এম নাজিম উদ্দিন, গ্রীনল্যান্ড ইকুইটিজ লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক এম রাজিব আহসান, প্রুডেনসিয়াল সিকিউরিটিজ লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক আহমাদুল হক, মডার্ন সিকিউরিটিজ লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক খুজিস্তা নূর-ই-নাহরিন, প্রাইলিংক সিকিউরিটিজ লিঃ এর চেয়ারম্যান ডাঃ মোঃ জহিরুল ইসলাম, মোনা ফাইন্যান্সয়াল সিকিউরিটিজ লিঃ এর চেয়ারম্যান আহসানুল ইসলাম টিটু- এমপি, রশিদ ইনভেস্টমেন্ট সার্ভিসেস লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক আহমেদ রশিদ লালী, ইনভেস্টমেন্ট প্রমোশন সার্ভিসেস লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক এবং ডিবিএ’র সাবেক প্রেসিডেন্ট মোস্তাক আহমেদ সাদেক, কাইয়ুম সিকিউরিটিজ লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক নাঈম মোঃ কাইয়ুম, বালি সিকিউরিটিজ লিঃ এর চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মোঃ শফিকুর রহমান, এমপি, ডিএসই’র পরিচালক ও মিডওয়ে সিকিউরিটিজ লিঃ এর চেয়ারম্যান মোঃ রকিবুর রহমান৷
সভায় ডিএসই টাওয়ার প্রজেক্ট, নতুন প্রোডাক্টসহ শেয়ারহোরল্ডারদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন ডিএসই’র ব্যবস্থাপনা পরিচালক কে. এ. এম. মাজেদুর রহমান৷
এসি