গুসি আন্তর্জাতিক শান্তি পুরস্কার বিজয়ী নোমানের জন্মদিন আজ
একুশে টেলিভিশন
প্রকাশিত : ১২:০১ এএম, ১ ফেব্রুয়ারি ২০১৯ শুক্রবার
আজ শনিবার (১ ফেব্রুয়ারি) ‘গুসি আন্তর্জাতিক শান্তি পুরস্কার বিজয়ী এএইচএম নোমান এর ৭২তম জন্মবার্ষিকী। তিনি বেসরকারি উন্নয়ন সংস্থা ডরপ-এর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা। তার জন্মদিন উপলক্ষে সাহিত্য সংগঠন ‘বৃহস্পতির আড্ডা’, ‘ডরপ’ ও ‘মা স্বপ্ন ফাউন্ডেশন’ যৌথভাবে রাজধানীর শেওড়াপাড়াস্থ ডরপ হোম-এ এক অনাড়ম্বর অনুষ্ঠানের আয়োজন করেছে।
এএইচএম নোমান ১৯৭০ এর ১২ নভেম্বর ভয়াল জলোচ্ছ্বাসে প্রায় ১০ লাখ লোকের প্রাণহানীতে ‘ধ্বংস থেকে সৃষ্টি‘র শ্লোগান নিয়ে রামগতি তথা বৃহত্তর নোয়াখালীতে ত্রাণ, পুনর্বাসন, পুনর্গঠন, উন্নয়ন ও মানবাধিকার কাজে তখন থেকে অদ্যাবধি নিয়োজিত আছেন। তিনি ১৯৬৯ সালের গণঅভ্যুথান এবং স্বাধীকার অর্জন আন্দোলন কালে পূর্ব পাকিস্তান চার্টার্ড একাউন্টেন্স এ্যকশান কমিটির আহবায়ক ছিলেন।
এএইচএম নোমান গরীব মায়েদের জন্য ‘মাতৃত্বকালীন ভাতা’ প্রদান কার্যক্রমের উদ্ভাবক ও অনুশীলক (মে ২০০৫), যা ২০০৭-০৮ অর্থ বছরে জাতীয় বাজেটে অন্তর্ভুক্ত হয়। এ ছাড়া ২০ বছর এক প্রজন্ম মেয়াদে দারিদ্র্য বিমোচনে মাতৃত্বকালীন ভাতা কেন্দ্রিক ‘স্বপ্ন প্যাকেজ’ কার্যক্রমের উদ্যোক্তা। এ কার্যক্রমটিও সরকার দেশের ১০টি উপজেলায় পাইলট কার্যক্রম হিসেবে বাস্তবায়ন করছে। এ ধরণের সার্বজনীন কার্যক্রম বাস্তবায়ন করায় ইতোমধ্যে তিনি ‘মাতৃবন্ধু’ উপাধিতে ভূষিত হয়েছেন।
দারিদ্র্য বিমোচন ও মানবহিতৈষী কাজে অবদান রাখার জন্য এএইচএম নোমান ফিলিপাইন ভিত্তিক ‘গুসি আন্তর্জাতিক শান্তি পুরস্কার- ২০১৩’ লাভ করেন। তিনি বাংলাদেশের প্রথম ব্যক্তি যিনি এই সম্মানজনক এওয়ার্ড অর্জন করেন। এ ছাড়া এএইচএম নোমান প্রবর্তিত ‘স্বাস্থ্যগ্রাম’ কার্যক্রমের উদ্ভাবনীমূলক দিক ও ফলপ্রসু বাস্তবায়নের জন্য ডরপ ‘জাতিসংঘের পানিবিষয়ক পুরস্কার ২০১৩’ ও ‘সাউথ অস্ট্রেলিয়ান ইউনিভাসির্টি থেকে চ্যান্সেলর এওয়ার্ড ২০০৬’ লাভ করে।
এসএইচ/