বেনজেমার জোড়া গোলে সেমিতে রিয়াল
একুশে টেলিভিশন
প্রকাশিত : ১০:১৬ এএম, ১ ফেব্রুয়ারি ২০১৯ শুক্রবার | আপডেট: ০১:৫৮ পিএম, ১ ফেব্রুয়ারি ২০১৯ শুক্রবার
জিরোনার বিপক্ষে ঘরের মাঠে জিতে কাজ অনেকটাই সেরে রেখেছিল রিয়াল মাদ্রিদ। ফিরতি পর্বে জোড়া গোল করলেন করিম বেনজেমা। জালের দেখা পেয়েছেন মার্কোস লরেন্তেও। এতে কোপা দেল রের সেমিফাইনালে উঠেছে স্পেনের সফলতম ক্লাবটি।
বৃহস্পতিবার রাতে জিরোনার মাঠে ৩-১ গোলে জিতেছে সান্তিয়াগো সোলারির দল। ফলে দুই লেগ মিলিয়ে ৭-৩ ব্যবধানে জিতে আসরটির সেমিফাইনাল নিশ্চিত করলো লস ব্ল্যাঙ্কোসরা।
প্রতিপক্ষের মাঠে খেলতে নেমে বেনজেমার নৈপুণ্যে প্রথমার্ধেই ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয় রিয়াল। ম্যাচের ২৭তম মিনিটে দানি কারবাহালের সঙ্গে দুই একবার বল দেয়া-নেয়া করে গোল করেন বেনজেমা।
এর পর ম্যাচের ৪৩তম মিনিটে নিজের জোড়া গোল পূর্ণ করেন বেনজেমা। ভিনিসিউস জুনিয়রের পাস পেয়ে ডান পায়ের কোনাকুনি শটে বল ঠিকানায় পাঠিয়ে দেন ফরাসি এই ফরোয়ার্ড। ২-০ গোলে এগিয়ে থেকেই প্রথমার্ধ শেষ করে অতিথিরা।
বিরতি থেকে ফিরে ম্যাচের ৭১তম মিনিটে সতীর্থের বাড়ানো বল ধরে ঠাণ্ডা মাথায় জালে পাঠিয়ে ব্যবধান কমান স্প্যানিশ মিডফিল্ডার পেদ্রো পোরো। তবে ৫ মিনিট পরেই রিয়ালের বড় জয় নিশ্চিত করেন মার্কোস লরেন্তে। দানি কাবায়োর সহায়তায় প্রায় ২০ গজ দূর থেকে জোরালো শটে জিরোনার জালে বলটি পাঠান স্প্যানিশ মিডফিল্ডার। ম্যাচের বাকি সময়ে গোলের দেখা পায়নি কোনও দলই। ফলে জয় নিয়েই মাঠ ছাড়ে রিয়াল।
স্প্যানিশ কাপ নামে পরিচিত এই প্রতিযোগিতায় বুধবার রাতে সেভিয়াকে উড়িয়ে সেমিফাইনালে ওঠে বার্সেলোনা। শেষ চারে ওঠা অন্য দুই দল হলো ভালেন্সিয়া ও রিয়াল বেতিস।
সূত্র: গোল ডটকম
একে//