সিরিয়ার সরকারী বাহিনীর বিমান হামলায় নিহত ২০ বেসামরিক নাগরিক
প্রকাশিত : ০১:৪৮ পিএম, ১ অক্টোবর ২০১৬ শনিবার | আপডেট: ০২:৩৯ পিএম, ১ অক্টোবর ২০১৬ শনিবার
সিরিয়ার আলেপ্পোয় সরকারী বাহিনীর বিমান হামলায় অন্তত ২০ বেসামরিক নাগরিক নিহত হয়েছে বলে জানিয়েছে একটি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা।
বিদ্রোহী নিয়ন্ত্রিত পূর্ব আলেপ্পোয় সরকারী ও রুশ বাহিনীর হামলা অব্যাহত থাকায় আহতদের চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছে স্থানীয় হাসপাতালগুলো। এদিকে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ জানিয়েছেন, সিরিয়ায় সন্ত্রাসী গোষ্ঠি জাভাত ফতেহ আল-শামকে সুরক্ষিত রাখার চেষ্টা করছে মার্কিন বাহিনী। রুশ-মার্কিন চুক্তি অনুযায়ী আইএস এবং আল-শামের উপর দুই দেশের যৌথ বিমান হামলা পরিচালনার কথা ছিল। অন্যদিকে রাশিয়া এবং সরকারী বাহিনীর অব্যাহত বিমান হামলায় সিরিয়ার পরিস্থিতি আরো জটিল হয়ে উঠছে বলে মন্তব্য করেছে যুক্তরাষ্ট্র।