ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫,   মাঘ ২ ১৪৩১

নিরামিষ খেয়ে নিজেকে ফিট রাখেন কোহলি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০১:১৩ পিএম, ২ ফেব্রুয়ারি ২০১৯ শনিবার

বিরাট কোহলি এক খাবারের অনুষ্ঠানে হঠাৎ করে ইডলি অর্ডার করে বসলেন । পাশে থাকা সুনীল ছেত্রী চমকে উঠলেন। বিরাটকে জিজ্ঞেস করলেন, ‘কী হল তোমার! কোনও সমস্যা হয়েছে নাকি!’ বিরাট হেসে উত্তর দেন, ‘আরে না না। সব ঠিক আছে। আমি তো এখন আর আমিষ খাই না।’

এক পুরনো আড্ডার কথা বলছিলেন ভারতীয় ফুটবল দলের অধিনায়ক সুনীল ছেত্রী। একটি টিভি চ্যানেলের শো-তে উপস্থিত হয়েছিলেন তিনি ও বিরাট কোহলি। শো-য়ের পর খাওয়া-দাওয়ার দেদার আয়োজন। কিন্তু বিরাট কোহলি স্রেফ ইডলি খেয়ে বেরিয়ে পড়েছিলেন।

সুনীল বলছিলেন, ‘ওর স্ত্রীও এখন আর আমিষ খাবার খায় না। বিরাটের সঙ্গে আমার প্রচুর কথা হয়। ক্রিকেট, ফুটবল সব নিয়ে। এখন আমিও নিরামিষ খাই। তবে সেটা যে পশুপ্রেম দেখাতে তা নয়। কারণ, ২০০টি ভেড়া হজম করার পর পশুপ্রেম দেখানোর মানে হয় না। নিরামিশ খাই নিজেকে ফিট রাখার জন্য।’

 বিরাটের ফিটনেস নিয়ে কথা বললেন সুনীল। ভারতীয় ক্রিকেট অধিনায়ককে নিয়ে জাতীয় ফুটবল দলের ক্য়াপ্টেনের বক্তব্য, ‘ও আর পাঁচজন স্পোর্টস পার্সনের থেকে আলাদা। ওর খাওয়া-দাওয়া, ট্রেনিং, জীবন-যাপন সবই আলাদা। যেটা ও করছে সেটা সহজ কাজ নয়। আসলে কিন্তু ও একজন ফুটবলারে মতো ট্রেনিং করে। নিজেকে ফিট রাখতে ওর পরিশ্রমের শেষ নেই।’

প্রতিদিন নিজেকে একটু একটু করে সেরা করে তুলতে চান বিরাট। বলছিলেন ছেত্রী। ‘এটা আসলে একটা প্রক্রিয়া। একদিন হয় না। বিরাট রোজ নিজেকে একটু একটু করে তৈরি করছে। আরও বড় ক্রিকেটার হওয়ার জন্য এ রোজ লড়াই করছে।’

ছেত্রী জানিয়ে গেলেন, বিরাটের পদাঙ্ক অনুসরণ করেই তিনি নিরামিশ খাবার খাওয়ার পথ বেছে নিয়েছেন। 

তথ্যসূত্র: জি নিউজ

এমএইচ/