ঢাকা, মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১১ ১৪৩১

বাংলাদেশে পাওয়ার প্ল্যান্ট স্থাপন করবে মালয়েশিয়া

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৪৮ পিএম, ২ ফেব্রুয়ারি ২০১৯ শনিবার | আপডেট: ১০:২৯ এএম, ৩ ফেব্রুয়ারি ২০১৯ রবিবার

বাংলাদেশে বিদ্যুৎ উৎপন্নে পাওয়ার প্ল্যান্ট স্থাপন করতে উদ্যোগ নিয়েছে মালয়েশিয়া। এরই মধ্যে ১০০ মেগাওয়াট সোলার বিদ্যুৎ উৎপন্নে পাওয়ার প্ল্যান্ট স্থাপনে আনন্দ এগ্রো ফার্ম ও মালয়েশিয়ার ওসিকে গ্রুপের সঙ্গে চুক্তি সই হয়েছে। রংপুরের গঙ্গাছড়া উপজেলার মুটুকপুরে হতে যাওয়া পাওয়ার প্ল্যান্টটিতে চুক্তি অনুযায়ী মালয়েশিয়ান ওই কোম্পানি ১০০ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে।

শুক্রবার বিকালে মালয়েশিয়ার শাহ আলমে ওসিকে গ্রুপের প্রধান কার্যালয়ে এ চুক্তি সই হয়। আনন্দ অ্যাগ্রো ফার্মের পক্ষে চুক্তিতে সই করেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক লায়ন এস এইচ চৌধুরী এবং ওসিকে গ্রুপের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন কোম্পানির প্রকল্প পরিচালক চং ওয়াই ওয়ে।

আনন্দ এগ্রো ফার্মের ব্যবস্থাপনা পরিচালক লায়ন এস এইচ চৌধুরী জানান, বাংলাদেশকে আরও সমৃদ্ধ করতে বিদেশি বিনিয়োগকারীদের দেশে নিয়ে যেতে চাই। এর পাশাপাশি বাংলাদেশে কর্মসংস্থান সৃষ্টি করতে আমরা নিরলস কাজ করে যাচ্ছি।

অন্যদিকে ওসিকে গ্রুপ বারহাদের প্রকল্প পরিচালক চং ওয়াই ওয়ে জানান,বাংলাদেশে সোলার পাওয়ারের চাহিদা ব্যাপক হওয়ায় বাংলাদেশে আমরা বিনিয়োগ করতে আগ্রহী।

চুক্তি স্বাক্ষরের সময় উপস্থিত ছিলেন, প্রবাসী কমিউনিটি নেতা বিশিষ্ট ব্যবসায়ী রাশেদ বাদল, মোহাম্মদ আলী বিন অহিদ, দাতু গুপি, দাতু সোহাইমিসহ ওসিকে গ্রুপের উচ্ছপদস্থ কর্মকর্তা।

আরকে//