দোহারে মাহেন্দ্রার ধাক্কায় কলেজ ছাত্রের মৃত্যু
দোহার-নবাবগঞ্জ (ঢাকা) সংবাদদাতা:
প্রকাশিত : ০২:১৯ পিএম, ৩ ফেব্রুয়ারি ২০১৯ রবিবার | আপডেট: ০২:২১ পিএম, ৩ ফেব্রুয়ারি ২০১৯ রবিবার

ঢাকার দোহার উপজেলায় মাটিভর্তি মাহেন্দ্রা গাড়ির ধাক্কায় শাওন হোসেন (১৯) নামে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। রোববার বেলা ১১টার দিকে উপজেলার ফুলতলা বাজারে এ দূর্ঘটনা ঘটে। শাওন ফুলতলা ঢালারপাড় এলাকার মাঈন উদ্দিনের ছেলে এবং পদ্মা কলেজের একাদশ শ্রেণির মানবিক শাখার প্রথম বর্ষের ছাত্র বলে জানা যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার বেলা ১১টার দিকে শাওন মোটর সাইকেল নিয়ে বাড়ি থেকে কলেজে আসার সময় কলেজের পার্শ্ববর্তী ফুলতলা তানশীর মার্কেটের সামনে মাটিবাহী একটি মাহেন্দ্রা গাড়ি শাওনের মোটর সাইকেলকে ধাক্কা দেয়। গুরুত্বর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে সুযোগ বুঝে গাড়ির চালক পালিয়ে যায়। খবর পেয়ে থানা পুলিশ হাসপাতাল থেকে শাওনের মরদেহ উদ্ধার করে। ঘাতক গাড়িটিও জব্দ করা হয়।
এদিকে শাওনের মৃত্যুর খবর কলেজে ছড়িয়ে পড়লে হত্যাকারীর বিচারের দাবিতে কলেজের শিক্ষার্থীরা ঢাকা-দোহার সড়ক অবরোধ করেন। তারা সড়কে বসে বিক্ষোভ করেন এবং ঘাতক চালককে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে স্লোগান দিতে থাকেন। এ সময় আশপাশের সড়কে যানজট সৃষ্টি হয়। প্রশাসনের আশ্বাসে বেলা একটার দিকে তারা মিছিল করে কলেজে ফেরত যান। সেখানে তারা হত্যাকারী গ্রেপ্তারে ২৪ ঘণ্টার সময় বেঁধে দেন। না হলে কঠোর আন্দোলনের হুমকি দেন।
আরকে//