ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৯ ১৪৩১

রিয়ালের প্রতিশোধ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৪৯ এএম, ৪ ফেব্রুয়ারি ২০১৯ সোমবার

কোপা দেল রে’র সেমিফাইনালে বার্সার বিপক্ষে লড়াইয়ের আগে প্রস্তুতিটা ভালোই সেরে নিলো রিয়াল মাদ্রিদ। লা লিগার ম্যাচে দেপোর্তিভো আলাভেসকে হারিয়ে মধুর প্রতিশোধ নিলো প্রতিযোগিতার সফলতম দলটি। এই নিয়ে লিগে টানা চতুর্থ জয়ের দেখা পেলো লস ব্ল্যাঙ্কোসরা।

রোববার রাতে সান্তিয়াগো বার্নাব্যুতে ৩-০ গোলে জিতেছে সান্তিয়াগো সোলারির শিষ্যরা। গত অক্টোবরে লিগের প্রথম পর্বে আলাভেসের মাঠে ১-০ গোলে হেরেছিল তারা।

নিজেদের মাঠে খেলতে নেমে একের পর এক আক্রমণ করে খেলতে থাকে রিয়াল মাদ্রিদ। ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়াসের সঙ্গে ওয়ান-টু খেলে বাম পাশের উইং ধরে ডি-বক্সে বল পাঠিয়ে দেন স্প্যানিশ মিডফিল্ডার দানি সেবায়োস। গোলবারের একদম কাছে থাকা করিম বেনজেমা আলতো টোকায় লক্ষ্যভেদ করেন। ১-০ স্কোরলাইনে থেকে শেষ হয় প্রথমার্ধ।        

বিরতি থেকে ফিরে আরও বেশি আক্রমণ শানাতে থাকে স্বাগতিকরা। ম্যাচের ৫০তম মিনিটে তো প্রায় গোলের দেখা পেয়েই গিয়েছিলেন বেল। কিন্তু আলাভেস গোলরক্ষক পাচেকো তা হতে দেননি। এর পর ম্যাচের ৬৩তম মিনিটে বেলকে তুলে নিয়ে মার্কো আসেনসিওকে নামান সোলারি। আর তাতে কাজও হয়।

ম্যাচেন ৮০তম মিনিটে দারুণ নৈপুণ্যে ব্যবধান দ্বিগুণ করেন ভিনিসিউস। মাঝমাঠের আগে থেকে বল পায়ে অনেকটা এগিয়ে ডান দিকে আসেনসিওকে লম্বা ক্রস বাড়িয়ে ডি-বক্সে ঢুকে পড়েন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। আর ফিরতি বল ফাঁকায় নিয়ন্ত্রণে নিয়ে কোনাকুনি শটে বল ঠিকানায় পাঠান ভিনিসিউস।

আলাভেসের জালে শেষ পেরেকটি ঠুকে দেন মারিয়ানো দিয়াস। যোগ করা সময়ের প্রথম মিনিটে দুর্দান্ত গোলটি করেন বেনজেমার বদলি নামা এই স্ট্রাইকার। ডানদিক থেকে আলভারো ওদিওসোলার ক্রসে ডাইভিং হেডে লক্ষ্যভেদ করেন তিনি। ফলে ৩-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে রিয়াল।

এ জয়ে ২২ ম্যাচে ১৩ জয় ও তিন ড্রয়ে ৪২ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে রিয়াল মাদ্রিদ। বার্সেলোনা ৫০ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে। ৬ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে আছে অ্যাটলেটিকো মাদ্রিদ। চতুর্থ স্থানে থাকা সেভিয়ার পয়েন্ট ৩৬।

সূত্র: গোল ডটকম

একে//