ঢাকা, মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১১ ১৪৩১

ব্র্যাক ব্যাংকের ঋণগ্রহীতাদের জন্য টেলিনর হেলথের বিশেষ সুবিধা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৫:৪৪ পিএম, ৪ ফেব্রুয়ারি ২০১৯ সোমবার

ব্র্যাক ব্যাংক লিমিটেডের সঙ্গে এক সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে টেলিনর হেলথ। সম্প্রতি, ব্র্যাক ব্যাংকের প্রধান কার্যালয়ে এ চুক্তি স্বাক্ষরিত হয়।

এ চুক্তির অধীনে ব্র্যাক ব্যাংক লিমিটেডের রিটেইল ও এসএমই খাতে তারা ঋণ গ্রহীতারা এবং তারা প্ল্যাটিনাম ক্রেডিট কার্ড গ্রহীতারা ‘তারা-টনিক’ প্যাকেজের সুবিধা উপভোগ করতে পারবেন।

১ জানুয়ারি থেকে এ অফার উপভোগ করতে পারছেন ব্র্যাক ব্যাংকের ঋণগ্রহীতারা।  

সমঝোতা স্মারক সই অনুষ্ঠানে টেলিনর হেলথের পক্ষ থেকে উপস্থিত ছিলেন- প্রতিষ্ঠানটির চিফ টেকনোলজি অফিসার (সিটিও) কিথ ডি আলউইস, হেড অব বিটুবি, লয়্যালটি অ্যান্ড পার্টনারশিপ মোবায়দুর রহমান, হেড অব কমার্শিয়াল ডেভলপমেন্ট মাহাবুবুল ইসলাম চৌধুরী, বিটুবি সেলসের লিড ম্যানেজার মাহমুদ আফসার এবং বিটুবি সেলসের কি অ্যাকাউন্ট ম্যানেজার সাইফ আব্দুল্লাহ।

ব্র্যাক ব্যাংক লিমিটেডের পক্ষ থেকে উপস্থিত ছিলেন- প্রতিষ্ঠানটির রিটেইল ব্যাংকিং-এর হেড অব রিটেইল ব্যাংকিং নাজমুর রহিম, রিটেইল ব্যাংকিং প্রডাক্টসের হেড অব রিটেইল লেন্ডিং দেওয়ান ইমতিয়াজ আহমেদ, বিজনেজ ট্রান্সফরমেশনের সিনিয়র ম্যানেজার ও এসএমই ব্যাংকিং- এর হেড অব ট্রেড বিজনেস সাজেদ আল হক এবং রিটেইল ব্যাংকিং- এর উইমেন ব্যাংকিং সেগমেন্ট তারা’র সিনিয়র প্রোডাক্ট ম্যানেজার মেহরুবা রেজা।

এ সময় গ্রামীণফোন লিমিটেডের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দও উপস্থিত ছিলেন।

কেআই/এসএইচ/