ঢাকা, শুক্রবার   ২৯ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১৫ ১৪৩১

কুমিল্লাকে ১৬৬ রানের টার্গেট দিলো রংপুর রাইডার্স

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:২০ পিএম, ৪ ফেব্রুয়ারি ২০১৯ সোমবার | আপডেট: ০৮:২৪ পিএম, ৪ ফেব্রুয়ারি ২০১৯ সোমবার

কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে ১৬৬ রানের টার্গেট দিলো রংপুর রাইডার্স। রংপুর রাইডার্স প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভার শেষে পাঁচ উইকেট হারিয়ে ১৬৫ রান সংগ্রহ করে। রংপুর রাইডার্সের ক্রিস গেইল ৪৪ বলে করেন ৪৬ রান। মেহেদি মারুফ তিন বলে ১, মোহাম্মদ মিথুন তিন বলে তিন, রসোভ ৩১ বলে ৪৪, বিএসি হুয়েল ২৮ বলে ৫৩ রান করে অপারিজ থাকেন। এখন কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে জিতলে হলে করতে হবে ১৬৬ রান।


মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ইমরুল কায়েসের দলের বিপক্ষে টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন রংপুর রাইডার্স অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।

এর আগে দিনের প্রথম ম্যাচে জয় পেয়েছে ঢাকা ডায়নামাইটস। একামাত্র এলিমিনেটর ম্যাচে ৬ উইকেটের জয় তুলে নিয়ে সাকিবরা বিদায় করে দিয়েছে চিটাগং ভাইকিংসকে। ঢাকার ফাইনালে ওঠার পথে এখন আরেকটি ধাপ বাকী- ৬ ফেব্রুয়ারি খেলবে দ্বিতীয় কোয়ালিফায়ার। প্রথম কোয়ালিফায়ারে হেরে যাওয়া দল মুখোমুখি হবে সাকিবদের।

এসএইচ/