মোবাইল ফোনের কারণে বাড়ছে সড়ক দুর্ঘটনা
একুশে টেলিভিশন
প্রকাশিত : ১০:৪৯ এএম, ৫ ফেব্রুয়ারি ২০১৯ মঙ্গলবার
গাড়ি চালানোর সময় মোবাইলে মেসেজ দেখতে বা দিতে গিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রে বছরে ১৬ লাখ দুর্ঘটনা ঘটে! প্রতিদিন অন্তত ১১ জন কিশোর-কিশোরী এর কারণে মৃত্যুর কোলে ঢলে পড়ছে! মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর যে ঝুঁকি তার ছয়গুণ বেশি ঝুঁকি যখন মোবাইল ফোনে কেউ টেক্সট দেখতে দেখতে গাড়ি চালায়! দেশটিতে প্রতি চারটি সড়ক দুর্ঘটনার একটিই ঘটে গাড়িচালকের মোবাইলে মেসেজ আদানপ্রদানের কারণে। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল সেফটি কাউন্সিলের হিসাবমতে এমন তথ্যই জানা যায়।
সেন্টার ফর ইন্টারনেট এডিকশনের ড. কিম্বারলি ইয়াং বলেন, স্মার্টফোন যে আসক্তিকর, এটাই তার প্রমাণ! কারণ যে সব টেক্সট দেখতে গিয়ে নিজেদের জীবনকে এভাবে বিপন্ন করছে মানুষ, তা এত তুচ্ছাতিতুচ্ছ সব বিষয় নিয়ে যে, দু’দশ মিনিট পরে মেসেজটা দেখলে এমন কোনও ক্ষতি হতো না তার! কিন্তু না, এক্ষুণিই দেখা চাই! মেসেজ বা নোটিফিকেশনের আওয়াজ পেলেই হলো, সঙ্গে সঙ্গেই হাতে তুলে নিচ্ছে ফোন! এমনকি অধিকাংশ সময় তো কিছু না এলেও শুধু শুধুই সে তার মোবাইল ফোন চেক করে বা স্ক্রল করে!