দানেশ বিশ্ববিদ্যালয়ে ভর্তির বিষয় পছন্দের ফল প্রকাশ
হাবিপ্রবি সংবাদদাতা
প্রকাশিত : ১১:৩৫ পিএম, ৫ ফেব্রুয়ারি ২০১৯ মঙ্গলবার
দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় মেধা তালিকায় স্থান প্রাপ্তদের সাবজেক্ট চয়েজের ফলাফল প্রকাশিত হয়
মঙ্গলবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইটে এ ফলাফল প্রকাশ করা হয়। আগামীকাল ৬ ফেব্রুয়ারি ‘এ ও জি ইউনিটে’ ভর্তির মাধ্যমে এবারের ভর্তি কার্যক্রম শুরু হবে । আগামী ৭ ফেব্রয়ারি বৃহস্পতিবার ‘বি’, ‘সি’, ‘ডি’, ‘ই’ এবং ‘এফ’ ইউনিটের মেধা তালিকা থেকে ভর্তি করা হবে।
এছাড়া, আগামী ১১ ফেব্রয়ারি সকল ইউনিটের অপেক্ষমান তালিকায় থাকা শিক্ষার্থীদের সকাল ৯টা থেকে বিকাল ৫টার মধ্যে রিপোর্ট করতে বলা হয়েছে। অপেক্ষমান তালিকা থেকে রিপোর্টকৃতদের ১২ ফেব্রয়ারি ‘এ’ এবং ‘জি’ ইউনিটের এবং ১৩ ফেব্রয়ারি ‘বি’, ‘সি’, ‘ডি’, ‘ই’ এবং ‘এফ’ ইউনিটের ভর্তি অনুষ্ঠিত হবে।
আগামীকাল ‘এ’ ও ‘জি’ ইউনিটে ভর্তি কার্যক্রম নিম্নোক্ত ধাপে সম্পন্ন হবে।
ধাপ-১ প্রার্থী আহবান ও প্রবেশপত্র নিরীক্ষণ
ধাপ-২ মূল সনদপত্র গ্রহণ ও নিরীক্ষণ
ধাপ-৩ মূল সনদপত্র সিরিয়াল নং প্রদান
ধাপ-৪ ভর্তি ফরম ও প্রয়োজনীয় কাগজপত্র সরবরাহ
এই ৪ টি ধাপ সংশ্লিষ্ট অনুষদ থেকে প্রদান করা হবে ।
অডিটোরিয়াম-১
ধাপ-৫ প্রক্টর/ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগ কর্তৃক ভর্তির সুপারিশ (স্থান: অডিটোরিয়াম-১)
ধাপ-৬ হল সুপার কর্তৃক হল বরাদ্দ/হল সংযুক্তির সুপারিশ করণ (স্থান: অডিটোরিয়াম-১)
বিশ্ববিদ্যালয় মেডিক্যাল-
ধাপ-৭ স্বাস্থ্য পরীক্ষা/ফিটনেস সার্টিফিকেট প্রদান (স্থান: বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টার)
পুনারায় সংশ্লিষ্ট অনুষদ থেকে নিম্নোক্ত ২ টি ধাপ সম্পন্ন করতে হবে ।
ধাপ-৮ শিওর ক্যাশে প্রদেয় ফি সমূহের নিরীক্ষণ (স্থান: সংশ্লিষ্ট ডিন অফিস), পূরণকৃত ভর্তি ফরম, স্বাস্থ্যের ফিটনেস সার্টিফিকেট, ব্যাংক রশিদ প্রভৃতি প্রদর্শন পূর্বক ভর্তি চূড়ান্তকরণ ও মূল সনদপত্র প্রদান
ধাপ-৯ ডীন মহোদয় কর্তৃক ফরমে স্বাক্ষরদান
প্রশাসনিক ভবন-
ধাপ-১১ রেজিষ্ট্রার কর্তৃক ফরমে স্বাক্ষরদান (রেজিস্ট্রার কার্যালয় থেকে)
কেআই/এসএইচ/