ঢাকা, শুক্রবার   ২৯ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১৫ ১৪৩১

যেভাবে ফাইনালে সাকিবরা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০১:৩৮ পিএম, ৭ ফেব্রুয়ারি ২০১৯ বৃহস্পতিবার

বিপিএলের ষষ্ঠ আসরে দ্বিতীয় কোয়ালিফাই ম্যাচে রংপুরকে ৫ উইকেটে হারিয়ে টানা তৃতীয়বারের মতো ফাইনালে উঠেছে সাকিবের ঢাকা ডাইনামাইটস। আগামীকাল শুক্রবার ফাইনালে তাদের প্রতিপক্ষ ইমরুল কায়েসের দল কুমিল্লা ভিক্টোরিয়ান্স।

গতকাল বুধবার মিরপুর স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করে ১৪২ রান তোলে রংপুর। ঢাকার নিয়ন্ত্রিত বোলিংয়ে কোনও ব্যাটসম্যানই টিকতে পারেনি। ১৯ ওভার ৪ বলে অল আউট হয় গতবারের চ্যাম্পিয়নরা। ঢাকা ডায়নামাইটসের রুবেল হোসেন ২৩ রানে ৪ উইকেট নেন।

জবাবে ব্যাট করতে নেমে রাসেলের ব্যাটিং ঝড়ে ১৬ ওভার ৪ বোলে ৫ উইকেট হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে যায় ঢাকা ডাইনামাইটস। আন্দ্রে রাসেল ১৯ বলে ৫ ছক্কায় ৪০ রানের ঝড়ো ইনিংস খেলে ঢাকাকে জিতিয়ে অপরাজিত থাকেন।

এর আগে শুরুতেই ওপেনার উপুল থারাঙ্গার উইকেট হারায় ঢাকা ডায়নামাইটস। দলীয় ৪১ রানে প্যাভিলিয়নে ফেরত যান আরেক ওপেনার সুনীল নারাইন। এরপর সাকিব ২৩ ও পোলার্ড ১৪ রান করে আউট হলে ৯১ রানে ৪ উইকেট হারিয়ে কিছুটা চাপে গড়ে ঢাকা।

চাপ আরও বাড়ে রনি তালুকদার ব্যক্তিগত ৩৪ রান করে রানআউট হলে। তবে এরপর জয়ের বাকি কাজটুকু সহজ করে দেন আন্দ্রে রাসেল।

সংক্ষিপ্ত স্কোর

রংপুর রাইডার্স

১৯.৩ ওভারে ১৪২ (গেইল ১৫ , নাদীফ ২৭, মিঠুন ৩৮, রুশো ০, বোপারা ৪৯ , হাওয়েল ৩, মাশরাফি ০, নাহিদুল ৪, রেজা ২, শফিউল ০, নাজমুল  ; রাসেল ০/,  রুবেল ৪/২৩, শুভাগত ১/১৮ , সাকিব ১/২৯, নারাইন ০/১৮, অনিক ২/২১)

ঢাকা ডায়নামাইটস

১৬.৪ ওভারে ১৪৭/৫  ( থারাঙ্গা ৪, নারাইন ১৪ , রনি ৩৫, সাকিব ২৩, পোলার্ড ১৪, নুরুল ৯*, রাসেল ৪০* ; মাশরাফি ২/৩২, রেজা ০/১৩, নাজমুল ১/৪৭, শফিউল ০/২০, হাওয়েল ১/১৭)

ফল

ঢাকা ডায়নামাইটস ৫ উইকেটে জয়ী।