দিনাজপুরের ঘোড়াঘাটে বিলুপ্ত প্রায় ঘোড় দৌঁড় (ভিডিও)
হিলি প্রতিনিধি :
প্রকাশিত : ১১:৩৯ এএম, ৮ ফেব্রুয়ারি ২০১৯ শুক্রবার
জোর কদমে ছুটছে ঘোড়া। চলছে প্রতিযোগিতা। আরোহীর প্রাণপণ চেষ্টা সবার আগে শেষ সীমান্তে পৌঁছা। আবহমান বাংলার ঐতিহ্যবাহী খেলা ঘোড় দৌঁড়। শত শত বছর ধরে গ্রামে মানুষের নির্মল আনন্দ দিতে আয়োজন করা হতো এ প্রতিযোগিতার। প্রায় বিলুপ্ত সেই ঘোড় দৌঁড় হয়ে গেলো দিনাজপুরের ঘোড়াঘাটে। হাজারো দর্শকের উপস্থিতিতে প্রতিযোগিতা অঙ্গন হয়ে উঠে মিলন মেলা।
হারিয়ে যাবার পথে এই প্রতিযোগিতা উপভোগে ভিড় নানা বয়সী দর্শকের।
আযোজকরা বলছেন, দেশের ঐতিহ্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরতেই এই আযোজন।
রংপুর, দিনাজপুর, বগুড়া, গাইবান্ধা, জয়পুরহাটসহ বিভিন্ন এলাকায় প্রায় ২০টি ঘোড়া অংশ নেয় প্রতিযোগিতায়।
নিজস্ব কৃষ্টি আর সংস্কৃতি তুলে ধরতে এমন আযোজন ছড়িয়ে পড়ুক দেশজুড়ে এমনটাই চাওয়া সংশ্লিষ্টদের।
বিস্তারিত ভিডিওতে :
এসএ/