ঢাকা, বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪,   বৈশাখ ১১ ১৪৩১

ছুটির দিনে শিশু প্রহরে উচ্ছ্বসিত শিশুরা

স্মৃতি মন্ডল :

প্রকাশিত : ০৩:৫০ পিএম, ৮ ফেব্রুয়ারি ২০১৯ শুক্রবার

ছুটির দিনের সকালে অমর একুশে গ্রন্থমেলা শিশুদের পদচারণায় মুখর। পছন্দের বই কিনে খুশিতে আত্মহারা শিশুরা। তবে বইয়ের দাম বেশি বলে জানালেন অভিভাবকরা। বিক্রি ভালো হওয়ায় সন্তুষ্ট বিক্রেতারা।
ছুটির দিনের বইমেলা শুধুর ছোটোদের। বাবা-মায়ের হাত ধরে গুটি গুটি পায়ে মেলা প্রাঙ্গণে শিশুরা। রঙ বেরঙের বই দেখে খুশি শিশুরা। অনেক বইয়ের মাঝ থেকে কচি হাতগুলো বেছে নিচ্ছে নিজের পছন্দের বইটি। কেউ আবার ব্যস্ত বই পড়ায়।
ভূতের বই, রুপকথা, বিজ্ঞান, ছবি আঁকার বই কিংবা ছড়া-পছন্দের বই হাতে পেয়ে খুশি সবাই।
অভিভাবকরা বলছেন, নতুন প্রজন্মকে পড়ার প্রতি আগ্রহ বাড়াতে এবং নিজস্ব সংস্কৃতির সাথে পরিচয় করিয়ে দিতেই মেলায় আসা। তবে বইয়ের দাম বেশি ধরা হচ্ছে বলে অভিযোগ অনেকের।
মেলার শুরুতেই বেচাবিক্রি ভালো হওয়ায় খুশি বিক্রেতারা।
এদিকে শিশু প্রহরে মেলা প্রাঙ্গনে আসেন মার্কিন রাষ্ট্রদূত রবার্ট মিলার। কচিকাচাদের সাথে সময় কাটান তিনি। সিসিমপুরের হালুম, ইকরি, শিখু ও টুকটুকিকে নিয়ে আনন্দে মাতে শিশুরা।

বিস্তারিত ভিডিওতে :

এসএ/