ঢাকা, শুক্রবার   ২৯ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১৫ ১৪৩১

১০ ওভার শেষে ৭৩/১

তামিমের ব্যাটে এগিয়ে যাচ্ছে কুমিল্লা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৭:৪১ পিএম, ৮ ফেব্রুয়ারি ২০১৯ শুক্রবার | আপডেট: ০৭:৪৮ পিএম, ৮ ফেব্রুয়ারি ২০১৯ শুক্রবার

বিপিএলের ৬ষ্ঠ আসরের ফাইনাল ঢাকা ডায়নামাইটস ও কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মধ্যে শুরু হয়েছে সন্ধ্যা সাতটায় মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে। ঢাকা ডায়নামাইটসের অধিনায়ক সাকিব আল হাসান টস জিতে বোলিং নেওয়ার নেন। কুমিল্লা ভিক্টোরিয়ান্স শিবিরে শুরুতে আঘাত হানেন ঢাকা ডাইনামাইটসের রুবেল হোসেন। দ্বিতীয় ওভারে কুমিল্লার লেভিসকে আউট করেন রুবেল হোসেন।

কুমিল্লা ভিক্টোরিয়ান্সের দলীয় ৯ রানের মাথায় প্রথম উইকেট হারালো। ব্যক্তিগত ৬ রান করে রোবেলের বলে ফেরেন লেভিস। কিন্তু তামিম ইকবালের ব্যাটে এগিয়ে যাচ্ছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। এ প্রতিবেদন লেখা পর্যন্ত কুমিল্লার সংগ্রহ এক উইকেট হারিয়ে ১০ ওভার শেষে ৭৩ রান। তামিম ইকবাল ২৭ বলে ৩৮ এবং এনামুল হক ২৬ বলে ২১ রান করে ব্যাট করছেন।

দুদল একে অন্যকে সমীহ করছে। আবার এটাও বলছে, শিরোপা জয়ের সামর্থ্য তাদের আছে। ঢাকা-কুমিল্লার খেলোয়াড়রা মনে করছেন, কুড়ি ওভারের ক্রিকেট হওয়ায় কোনো দলকেই এগিয়ে রাখার সুযোগ নেই। রুবেল হোসেন একদিন আগেই বলেছিলেন, কুমিল্লা শক্তিশালী প্রতিপক্ষ। তবে ফাইনালে মাঠে যে দল ভালো খেলবে তারাই শিরোপা জিতবে। আমরা সর্বোচ্চ চেষ্টা করব। দেখা যাক। এর আগে ইমরুল কায়েসও বলেছেন, শিরোপা জেতার সমান সুযোগ থাকছে দুদলের সামনেই।

প্রথম দুই আসরের শিরোপা জিতেছে ঢাকা গ্ল্যাডিয়েটর্স। এরপর চতুর্থ আসরে এসে আবারও চ্যাম্পিয়ন হয় ঢাকা ডায়নামাইটস। পঞ্চম আসরের ফাইনাল খেললেও রংপুর রাইডার্সের কাছে হেরে রানারআপ হয়েই তুষ্ট থাকতে হয় সাকিবদের। আরও একবার শিরোপা জয়ের সামনে ঢাকা। আজ কুমিল্লাকে হারাতে পারলেই চতুর্থবারের মতো চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করবে দলটি।

কুমিল্লাও দারুণ ছন্দে আছে। ইমরুল কায়েস, তামিমরাও শিরোপা জিততে মরিয়া। এখন পর্যন্ত একবারই শিরোপা জয়ের স্বাদ পেয়েছে দলটি। বিপিএলের তৃতীয় আসরে বরিশাল বুলসকে ৩ উইকেটে হারিয়ে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয় কুমিল্লা। আজ প্রতিপক্ষ ঢাকাকে হারাতে পারলেই দ্বিতীয়বার শিরোপা যাবে কুমিল্লার ঘরে।

এসএইচ/