নড়াইলে ট্রলির চাপায় ভ্যানচালক নিহত
নড়াইল প্রতিনিধি
প্রকাশিত : ০৪:১৭ পিএম, ৯ ফেব্রুয়ারি ২০১৯ শনিবার | আপডেট: ০৪:১৮ পিএম, ৯ ফেব্রুয়ারি ২০১৯ শনিবার
নড়াইলের কালিয়া উপজেলার সালামাবাদ ইউনিয়নের বৈদ্যবাটি চৌরাস্তা এলাকায় ইটবোঝাই ট্রলি চাপায় ভ্যানচালক ইকরামুল শেখ (২০) নিহত হয়েছেন। শনিবার বেলা ১১টার এ দুর্ঘটনা ঘটে। নিহত ইকরামুল কালিয়ার রায়পুর গ্রামের রিজ্জাক শেখের ছেলে।
এ ঘটনায় দুই ভাইবোন গোপালগঞ্জ সরকারি বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয় কলেজের উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষের শিক্ষার্থী মিনহাজ গাজী (১৯) ও রোজিনা খানম (১৭) গুরুতর আহত হয়েছেন। তাদের খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে ট্রলিসহ চালক পালিয়ে গেছেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার বেলা ১১টার দিকে কালিয়া উপজেলা সদর এলাকা থেকে ভ্যানযোগে বৈদ্যবাটি গ্রামের মোস্তফা গাজীর ছেলে মিনহাজ গাজী (১৯) ও মেয়ে রোজিনা খানম (১৭) বাড়িতে যাচ্ছিলেন। এ সময় ইটবোঝাই ট্রলি বৈদ্যবাটি চৌরাস্তা এলাকায় যাত্রীবাহী ভ্যানটিকে চাপা দিলে ঘটনাস্থলে ভ্যানচালক ইকরাম নিহত হন। ভ্যান যাত্রী ভাই মিনহাজ ও বোন রোজিনা গুরুতর আহত হয়েছেন। কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, ট্রলি চালককে আটকের চেষ্টা চলছে।
এসএইচ/