৬ দফা দাবিতে আন্দোলনে কবি নজরুলের শিক্ষার্থীরা
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৫:০১ পিএম, ৯ ফেব্রুয়ারি ২০১৯ শনিবার | আপডেট: ০৫:০২ পিএম, ৯ ফেব্রুয়ারি ২০১৯ শনিবার
জরাজীর্ণ শহীদ শামসুল আলম ছাত্রাবাসকে পূর্ণ হল, পরিবহন সুবিধা ও একাডেমিক ভবন বৃদ্ধি এবং শিক্ষক সংকট নিরসনসহ ৬ দফা দাবিতে আন্দোলনে নেমেছে কবি নজরুল সরকারি কলেজ শিক্ষার্থীরা। এছাড়াও কলেজের পাশে থাকা পরিত্যাক্ত ডাফরিনকে কলেজের হল বানোর দাবিও জানান তারা।
শনিবার সকাল ১০টা থেকে কলেজের মূল ফটক থেকে ভিক্টোরিয়া পার্ক এরিয়া ও লক্ষ্মীবাজার পর্যন্ত সড়কে নেমে শিক্ষার্থীরা আন্দোলন করতে থাকেন। এতে করে আশপাশের এলাকায় যান চলাচল বন্ধ হয়ে হয়ে যায়।
জানা যায়, শহীদ শামসুল আলম ছাত্রাবাসকে পূর্ণ হল, ড্যাফরিনকে কবি নজরুল কলেজের হল ঘোষণা, শিক্ষক সংকট নিরসন, একাডেমিক ভবন বৃদ্ধি ও সকল শিক্ষার্থীদের পরিবহন সুবিধা নিশ্চিত করার দাবিতে এই বিক্ষোভে নামে তারা।
এদিকে বেলা ১১টার দিকে কলেজ ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক এসে সাধারণ শিক্ষার্থীদের সাথে একাত্মতা পোষণ করেন।
টিআর/