শিশুদের খাদ্য, চিকিৎসা ও শিক্ষার অধিকার নিশ্চিত করতে কাজ করছে সরকার
প্রকাশিত : ০৭:১৫ পিএম, ৩ অক্টোবর ২০১৬ সোমবার | আপডেট: ০৭:১৫ পিএম, ৩ অক্টোবর ২০১৬ সোমবার
শিক্ষার আলো পাবে এবং কোনো শিশুই খাবারের জন্য কষ্ট করবে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, শিশুদের খাদ্য, চিকিৎসা ও শিক্ষার অধিকার নিশ্চিত করতে কাজ করছে সরকার। বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, কোনো সন্তান মায়ের কোলে ধুঁকে ধুঁকে মারা যাবে না।
সোমবার সকালে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে শিশু একাডেমি মিলনায়তনে আলোচনাসভায় যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
থাকবে শিশু সবার মাঝে ভালো, দেশ-সমাজ, পরিবারে জ্বলবে আশার আলো’ এ প্রতিপাদ্যে এবারের শিশু দিবসের আলোচনায় অংশ নিয়ে প্রধানমন্ত্রী বলেন, শিশু নির্যাতনের রোধে কাজ করেছে সরকার।
সরকার শিশুদের খাদ্য ও শিক্ষার নিশ্চয়তা দিতে চায় বলেও জানান প্রধানমন্ত্রী।
বৈষম্য কমাতে বিত্তবানদের এগিয়ে আসারও আহ্বান জানান তিনি।
এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিশুদের জন্য ডিজিটাল লাইব্রেরির উদ্বোধন করেন।