ঢাকা, শনিবার   ২০ এপ্রিল ২০২৪,   বৈশাখ ৭ ১৪৩১

প্রেমের অভিযোগে দুই বছর বন্দি কলেজ ছাত্রী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৪:৫৮ পিএম, ১১ ফেব্রুয়ারি ২০১৯ সোমবার

দিনাজপুরের নবাবগঞ্জে দুই বছরের বেশী সময় ধরে অন্ধকার ঘরে স্নাতকপড়ুয়া এক ছাত্রীকে আটকে রেখেছিল তার পরিবার। দীর্ঘদিন বন্দি থাকায় জীর্ণ-শীর্ণ শরীর, রক্তশূন্যতা, চর্মরোগ নিয়ে অসুস্থ্য হয়ে পড়েছিলো মেয়েটি। উপজেলা নির্বাহী কর্মকর্তার হস্তক্ষেপে মেয়েটিকে বন্দিদশা থেকে উদ্ধার করে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

প্রেমঘটিত ব্যপারে পরিবার এ ধরণের নির্যাতন করতে পারে বলে ধারণা এলাকাবাসির।

মৃতপ্রায় অবস্থা থেকে ৫ দিন আগে উদ্ধার করে হাসপাতালে ভর্তির পর এখন অনেকটা সুস্থ  নির্যাতিতা কলেজ ছাত্রী সুমি আকতার।

দুই বছরের বেশী সময় ধরে একটি অন্ধকার ঘর থেকে কখনই বের হতে দেওয়া হয়নি তাকে। এক ঘরেই হতো খাওয়া, গোসল সব।

দিনাজপুরের নবাবগঞ্জের রাঘোবৃন্দপুরের নয়াপাড়া গ্রামের স্নাতক পড়ুয়া ছাত্রীর এ বন্দীদশার কথা প্রশাসনকে জানায় এলাকাবাসি। পরে মেয়েটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে পুলিশ।

প্রেমঘটিত ব্যপারে পরিবার এ ধরণের নির্যাতন করতে পারে বলে ধারণা এলাকাবাসির। সুস্থ হয়ে পড়ালেখা করে শিক্ষক হওয়ার ইচ্ছা প্রকাশ করেছে মেয়েটি।

নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মেডিকেল অফিসার আল আমিন কাজী জানান, দীর্ঘদিন ধরে বন্দি থাকার কারণে চর্মরোগসহ তার হাতগুলো বাঁকা হয়ে গেছে। পায়ে ইনফেকশন।

মেয়েটিকে সুস্থ করতে প্রয়োজনীয় সব ব্যবস্থায় নেওয়া হচ্ছে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা মশিউর রহমান।

মধ্যযুগীয় কায়দায় নির্যাতনকারীদের শাস্তির দাবি জানিয়েছে স্থানীয়রা।