সফর আলীর মৃত্যুবার্ষিকী আজ
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৯:১৩ এএম, ১২ ফেব্রুয়ারি ২০১৯ মঙ্গলবার | আপডেট: ০৯:১৮ এএম, ২৬ ফেব্রুয়ারি ২০১৯ মঙ্গলবার
মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক মরহুম সফর আলী মিয়ার ৩৪তম মৃত্যুবার্ষিকী আজ। তিনি ১৯৮৫ সালের আজকের এই দিনে মারা যান।
সফর আলী মিয়া ১৯৭০ সালে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে জাতীয় পরিষদ সদস্য (এমএনএ) নির্বাচিত হন। পরে স্বাধীনতা সংগ্রামে সক্রিয় অংশগ্রহণ করে মুজিবনগর সরকারের শিল্পবিষয়ক উপদেষ্টার দায়িত্ব পালন করেন। তিনি সংবিধানপ্রণেতা ছিলেন।
মুক্তিযুদ্ধ, রাজনীতি ও সমাজসেবায় অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত বছর সফর আলী মিয়াকে মরণোত্তর আইডিইবি স্বর্ণপদক-২০১৮ প্রদান করেন।
তার রুহের মাগফিরাত কামনায় আজ উপজেলা সদরের সফর নিবাসে কোরআনখানি, দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।
এসএ/