ভুল প্রশ্নে যশোর বোর্ডের আইসিটি পরীক্ষা বাতিল
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৬:৫৭ পিএম, ১২ ফেব্রুয়ারি ২০১৯ মঙ্গলবার | আপডেট: ০৬:৫৮ পিএম, ১২ ফেব্রুয়ারি ২০১৯ মঙ্গলবার
বিজি প্রেসের মুদ্রণজনিত ক্রটির কারণে যশোর বোর্ডের আইসিটি বিষয়ের নৈর্ব্যক্তিক পরীক্ষা বাতিল করা হয়েছে। আজ মঙ্গলবার এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষার নৈর্ব্যক্তিক অংশের প্রশ্নপত্র বিতরণের পর এই ত্রুটি পরিলক্ষিত হয়। এরপর বোর্ড কর্তৃপক্ষ নৈর্ব্যক্তিক অংশের পরীক্ষা বাতিলের ঘোষণা দেয়।
যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মাধব চন্দ্র রুদ্র জানিয়েছেন, যশোর বোর্ডের আইসিটি বিষয়ের নৈর্ব্যক্তিক পরীক্ষা বাতিল করা হয়েছে। বিজি প্রেসের মুদ্রণজনিত ক্রটির কারণে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। এই পরীক্ষার বিষয়ে পরবর্তিতে বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেয়া হবে।
শিক্ষার্থীরা জানান, আইসিটি বিষয়ের নৈর্ব্যক্তিক পরীক্ষার প্রশ্নপত্র প্রদানের পর তারা দেখতে পায় প্রশ্নে আইসিটি বিষয়ের পাশাপাশি ক্যারিয়ার শিক্ষার প্রশ্নও রয়েছে। বিষয়টি তারা হল পরীক্ষকদের জানায়। এরপর বিষয়টি বোর্ড কর্তৃপক্ষের নজরে আসলে পরীক্ষা বাতিল করা হয়।
টিআর/