নেপিয়ারে ১ম ওয়ানডেতে মাঠে নামছে সাকিববিহীন টাইগাররা
একুশে টেলিভিশন
প্রকাশিত : ১০:২৪ পিএম, ১২ ফেব্রুয়ারি ২০১৯ মঙ্গলবার
(ফাইল ফটো)
নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে কাল মাঠে নামছে বাংলাদেশ। নেপিয়ারে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় ভোর ৭টায়। ঘরের মাটিতে কিউইরা শক্তিশালী হলেও জয়ের লক্ষ্যেই মাঠে নামবে মাশরাফিরা।
২০১০ সাল থেকে নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে কোনো ম্যাচই হারেনি বাংলাদেশ। তবে কিউইদের মাটিতে মাশরাফিদের রেকর্ড একেবারেই উল্টো। নিরপেক্ষ ভেন্যুতে ২০১৭ সালে চ্যাম্পিয়ন্স ট্রফিতে অসাধারন জয়ের সুখ স্মৃতিকে পুঁজি করে এবার লড়বে মাশরাফির দল।
ইনজুরিতে বাদ পড়া সাকিবের অনুপস্থিতি ভাবাচ্ছে বাংলাদেশ দলকে। সম্প্রতি ভারতের বিপক্ষে ওডিআই সিরিজে ৪-১ ব্যবধানে হারলেও ঘরের মাঠে বরাবরই শক্ত প্রতিপক্ষ নিউজিল্যান্ড। এরপরও নিজেদের সামর্থ্য পুরোটা দিয়ে প্রথম ম্যাচ জিতে এগিয়ে যেতে চায় টাইগাররা।
টাইগারদের বিপক্ষে নিজেদের মাঠে অপরাজিত থাকার অনুপ্রেরণা নিয়ে মাঠে নামছে উইলিয়ামসন-রস টেলররা।
পেস উইকেটে ট্রেন্ট বোল্ট আর ম্যাট হেনরিদের নিয়ে বাংলাদেশকে চাপে রাখার ছক এটেছে কিউইরা। এছাড়া, দলপতি কেইন উইলিয়ামসন, রস টেলর এবং টম লাথামরাও আছে দুর্দান্ত ফর্মে।
দুই দলের এর আগে ৩১ মোকাবেলায় এগিয়ে আছে নিউজিল্যান্ড। বাংলাদেশের ১০ জয়ের বিপরীতে কিউইরা জিতেছে ২১ ম্যাচে।
এসএইচ/