শহর আক্রমণ করল ঝাঁকে ঝাঁকে ভালুক
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০২:২১ পিএম, ১৩ ফেব্রুয়ারি ২০১৯ বুধবার
সংখ্যায় তারা ৫০-এরও বেশি। দল বেঁধে ঢুকে পড়ল শহরে। ঘুরে বেড়াতে লাগল শহরের পথে ঘাটে, উঁকি দিতে শুরু করল বাড়িঘরেও। মেরুভালুকদের এই আশ্চর্য কাণ্ডে রাশিয়ার এক শহরে জারি হয় জরুরি অবস্থা।
রাশিয়ার নোভায়া জেমলিয়ার বেলুশিয়া গিউবা শহরে ঝাঁকে ঝাঁকে মেরুভালুক প্রবেশ করে। গত ডিসেম্বর থেকেই এই ভালুকদের শহরের আশেপাশে দেখা যাচ্ছিল। তবে শহরের ভিতরে তাদের প্রবেশ এই প্রথম।
জানা যায়, শহরের ভিতরে ভালুকরা রীতিমতো আগ্রাসী কেতায় ঘুরে বেড়ায়। তাদের দাপটে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। বাসিন্দারা বাইরে বেরতে ভয় পাচ্ছেন। স্কুলে যাতে পাড়ছে না পড়ুয়ারা।
নগর কর্তৃরক্ষের তরফে এক প্রকার জুরুরি পরিস্থিতি জারি করা হয়েছে। কড়া নির্দেশ দেওয়া হয়েছে, ভালুকদের যাতে কোনওভাবে আঘাত না করা হয়। শহর থেকে ভালুকদের বের করে আনতে বিশেষজ্ঞরা রওনা দেন।
কেন ভালুকরা শহরে উঠে এল? প্রশ্নের উত্তর দিচ্ছেন পরিবেশবিদরা। তাদের মতে, উত্তর মেরু অঞ্চলের উষ্ণায়নের ফলে খাবারে টান পড়েছে তাদের। নিতান্ত ক্ষুধার্ত হয়েই তারা নিকটবর্তী শহরে হানা দিয়েছে।
সূত্র: এবেলা
একে//