অবশেষে ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশনে জাতীয় কাউন্সিল করার অনুমতি পেয়েছে বিএনপি
প্রকাশিত : ০১:০৬ পিএম, ৩ মার্চ ২০১৬ বৃহস্পতিবার | আপডেট: ০৪:০০ পিএম, ৩ মার্চ ২০১৬ বৃহস্পতিবার
অবশেষে রাজধানীর রমনার ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন প্রাঙ্গণে জাতীয় কাউন্সিল করার অনুমতি পেয়েছে বিএনপি। এদিকে, রাষ্ট্রদ্রহের অভিযোগে করা মামলায়া বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে আগামী ১০ এপ্রিল আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছে আদালত।
সব জল্পনা কল্পনা শেষে কেন্দ্রীয় কাউন্সিলের জায়গা পেলো জাতীয়তাবাদী দল বিএনপি। সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রিয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের যুগ্মমহাসচিব রুহুল কবির রিজভী বলেন, কেন্দ্রীয় কাউন্সিল করার জন্য ১৯ মার্চ দিন ঠিক করে তিনটি স্থান চেয়ে আবেদন করা হয়। এর মধ্যে ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন কর্তৃপক্ষ লিখিতভাবে কাউন্সিলের অনুমোদন দিয়েছে। তাই সোহরাওয়ার্দী উদ্যানে কাউন্সিল করতে গণপূর্ত অধিদপ্তরে যে আবেদন করা হয়, তা এখন প্রত্যাহার করে নেয়া হচ্ছে বলে জানান রিজভী।
এদিকে, মুক্তিযুদ্ধে শহীদের সখ্যা নিয়ে বিরুপ মন্তব্য করায় বিএনপি নেত্রীর বিরুদ্ধে রাষ্ট্রদ্রহো মামলায় বৃহস্পতিবার আদালতে হাজির হওয়ার নির্দেশ ছিল। কিন্তু অসুস্থতার কারণে আইনজীবীর মাধ্যেমে সময় আবেদন করেন তিনি। শুনানী শেষে বিচারক সময় আবেদন মঞ্জুর করে আগামী ১০ এপ্রিল খালেদা জিয়াকে আদালতে হাজির হওয়ার নিদেশ দেন।
অন্যাদিকে জিয়া চেরিটেবল টাস্ট দুর্নীতি মামলার পরবর্তীর শুনানী হবে ১০ই মার্চ।