ঢাকা, বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১৩ ১৪৩১

শেখ মামুন খালেদের বাবার মৃত্যুতে বেরোবি উপাচার্যের শোক প্রকাশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:২০ এএম, ১৪ ফেব্রুয়ারি ২০১৯ বৃহস্পতিবার

ন্যাশনাল ডিফেন্স কলেজের কমান্ড্যান্ট (এনডিসি) ও ডিজিএফআই’র সাবেক পরিচালক লে. জেনারেল শেখ মামুন খালেদের বাবা শেখ নাসির উদ্দিন আহমেদ মৃত্যুবরণ করেছেন।

গতকাল বুধবার দুপুর ২ টার দিকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) তিনি মারা যান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯২ বছর।

তিনি ছিলেন একজন সরকারী কর্মকর্তা। মৃত্যুকালে তিনি চার ছেলে, তিন মেয়ে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর’র (বেরোবি) উপাচার্য প্রফেসর ডক্টর মেজর নাজমুল আহসান কলিমউল্লাহ শেখ নাসির উদ্দিন আহমেদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।