ঢাকা, বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪,   বৈশাখ ১১ ১৪৩১

সড়কের বিপজ্জনক খুঁটি সরাতে হবে ৬০ দিনের মধ্যে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০২:১৩ পিএম, ১৪ ফেব্রুয়ারি ২০১৯ বৃহস্পতিবার

সারা দেশের সড়ক-মহাসড়কে বিপজ্জনক অবস্থায় থাকা সব ধরনের বৈদ্যুতিক খুঁটি ৬০ দিনের মধ্যে অপসারণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
আজ বৃহস্পতিবার বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি রাজিক আল জলিলের হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেন।
এর আগে বুধবার এ রিট আবেদনটি করেন সুপ্রিমকোর্টের আইনজীবী ব্যারিস্টার সায়েদুল হক সুমন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোখলেসুর রহমান। রিট আবেদনের প্রাথমিক শুনানিতে এ আদেশ দেন হাইকোর্ট।
আদেশে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়, সরকারের পূর্ত বিভাগসহ সংশ্লিষ্টদের খুঁটি সরানোর এ নির্দেশনা বাস্তবায়ন করতে বলা হয়েছে।
রিটকারী আইনজীবী সায়েদুল হক সুমন জানান, গত শনিবার রাতে সিলেটে যাওয়ার পথে নরসিংদীর শিবপুরে রাস্তার মধ্যে একটি খুঁটি দেখে ফেসবুকে লাইভ করেন তিনি। সেই ভিডিও দেখে অনেকেই দেশের বিভিন্ন সড়কে থাকা বিপজ্জনক খুঁটির ছবি ফেসবুকে সুমনকে পাঠান। সেসব ছবি যুক্ত করেই হাইকোর্টে জনস্বার্থে এ রিট আবেদন করেন তিনি।
এসএ/